WBBSE Madhyamik: মাধ্যমিকে ছাত্রীদের জয়জয়কার, মেধাতালিকায় ২১ জন মেয়ে
Last Updated:
#কলকাতা: এবার মাধ্যমিকে ছাত্রীদের দিদিগিরি। প্রথম দশে একুশজন ছাত্রী। পাশের হারেও গতবারের চেয়ে এক শতাংশ এগিয়ে মেয়েরা। সব মিলিয়ে মাধ্যমিকে এবার মেয়েদেরই জয়জয়কার।
বেড়েছে পাশের হার। বেড়েছে পরীক্ষায় বসার সংখ্যাও। মেধাতালিকায় জ্বলজ্বলে উপস্থিতি। কন্যাদের দাপট এবার মাধ্যমিকেও। জীবনের প্রথম বড় পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা এ বছর এক শতাংশ বেশি।
এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৫০ হাজার ৩৯৭ জন ৷ যার মধ্যে ছাত্র ৪ লক্ষ ৩৯ হাজার ২১ ও ছাত্রী ৫ লক্ষ ৩৫ হাজার ৫৩৭ জন ৷ গতবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৩ হাজার ৩৮৮ জন ৷ পরীক্ষা কেন্দ্র ২৮৬৫ ৷
advertisement
advertisement
আশাবাদী পর্ষদ সভাপতি। মেয়েদের স্কুলছুটের সংখ্যা যেমন কমছে, তেমনই কন্যা সন্তানদের পড়ানোর আগ্রহও বাড়ছে। এ বছর মাধ্যমিকে ছাত্রীদের পাসের হারও বেড়েছে। এ বছর ছাত্রীদের পাসের হার ৮২.৮৭ শতাংশ ৷ গতবছর ছাত্রীদের পাসের হার ছিল ৮১.৮৬ শতাংশ ৷
এ বছর ১ লক্ষ ৩১ হাজার ৯৬১ জন ছাত্রী বেশি পরীক্ষায় বসেছে। যদিও সাফল্যের নিরিখে ছাত্রদের তুলনায় সামান্য পিছিয়ে ছাত্রীরা। মেধা তালিকায় প্রথম দশে একুশজন-ই ছাত্রী। প্রথম পাঁচে ছাত্রী সংখ্যা চার।
advertisement
মাধ্যমিকে ৬৯১ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে উত্তরবঙ্গের দুই ছাত্রী ৷ ফালাকাটা গার্লসের ছাত্রী শ্রেয়সী পাল ৷ দেবস্মিতা কোচবিহার ইলাদেবী স্কুলের ছাত্রী ৷ ৬৮৯ পেয়ে তৃতীয় স্থানে কান্দি আর এম গার্লসের ছাত্রী ক্যামেলিয়া রায় ৷ ৬৮৬ পেয়ে পঞ্চম রুমানা কান্দি আরএম গার্লসের ছাত্রী ৷ ৬৮৫ নম্বর পেয়ে ষষ্ঠ বর্ধমান বিদ্যার্থীভবনের ছাত্রী সাহিত্যিকা বোস, অলিগঞ্জ ঋষিরাজ নারায়ণের ছাত্রী সুপর্ণা সাউ ৷ ৬৮৪ নম্বর পেয়ে সপ্তম স্থানে কোচবিহার ইলাদেবী স্কুলের আরেক ছাত্রী গায়ত্রী মোদক ৷
advertisement
অষ্টম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বর ৬৮৩ ৷ সেই তালিকায় রয়েছে সুদীপ্তা ধবল, অয়ন্তিকা মাঝি ৷ মাধ্যমিকে নবম অনুষ্কা মহাপাত্র, অরুণিমা ত্রিপাঠী ৷ প্রাপ্ত নম্বর ৬৮২ ৷ ৬৮১ পেয়ে মাধ্যমিকে দশম স্থানে ১৫ জন ৷ তার মধ্যে দুইজন ছাত্রী সঞ্চারী চক্রবর্তী, সায়ন্তিকা দাস ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2019 4:13 PM IST