WB School Reopening: অনলাইনেই পরীক্ষা হোক! স্কুল খোলার পরেই নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ অভিভাবকদের

Last Updated:

WB School Reopening: সরকারের ঘোষণা অনুযায়ী অনলাইন ক্লাসের দিন শেষ। কুড়ি মাস পরে ছাত্রছাত্রীরা ফিরছে স্কুলে।

অনলাইনেই পরীক্ষা হোক! স্কুল খোলার পরেই নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ অভিভাবকদের
অনলাইনেই পরীক্ষা হোক! স্কুল খোলার পরেই নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ অভিভাবকদের
#কলকাতা: সরকারের ঘোষণা অনুযায়ী অনলাইন ক্লাসের দিন শেষ। কুড়ি মাস পরে ছাত্রছাত্রীরা ফিরছে স্কুলে (WB School Reopening)। দীর্ঘ কুড়ি মাসে প্রচুর ছাত্র-ছাত্রী ক্লাস উত্তীর্ণ হলেও,পরিচয় হয়নি নতুন স্কুল অথবা সহপাঠীদের সঙ্গে, নতুন ক্লাসের সঙ্গে। কিন্তু ঠিক সেই সময়ই বিপত্তি সৃষ্টি হল মানিক তলা হোলি চাইল্ড ইনস্টিটিউশনে। আজ সকালে জনা চল্লিশের অভিভাবক স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বক্তব্য,২২ নভেম্বর বার্ষিক পরীক্ষা। দু'বছর ছাত্র-ছাত্রীরা অনলাইনে পরীক্ষা দিয়েছে এবং পড়াশোনা করেছে। অভিভাবকরা চাইছেন যাতে অফলাইন পরীক্ষা না নিয়ে এই বছরটাও অনলাইনে পরীক্ষা (Online Exam) নেওয়া হোক।
তাঁদের দাবি, স্কুল আগামী বছরের জানুয়ারি থেকে নতুন সেশন শুরু করুক। জ্বর,সর্দি,কাশি হলে স্কুলে যাওয়া মানা।পরীক্ষার সময় হলে,পরে স্কুল সেটা বিবেচনা করবে। অভিভাবকরা এই বিষয়‌টি নিয়েই নারাজ। তাঁরা অধ্যক্ষের সঙ্গে দেখা করবেন বলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। কিন্তু প্রিন্সিপাল তাঁর নিজের জায়গায় স্থির থাকেন। তিনি কারও সঙ্গে দেখা পর্যন্ত করেননি। মৌসুমী ঘোষাল নামে এক অভিভাবকের বক্তব্য,'বেশ কিছু মেয়ের কোভিড হয়েছিল। কেউ এক মাস আগে কোভিড থেকে উঠেছে। অনেকের আবার শ্বাস কষ্ট আছে। তাই এখন অনলাইন পরীক্ষা নিলে ভালো হয়।'
advertisement
advertisement
আর এক অভিভাবক সুশান্ত রায়চৌধুরী বলেন যে, তাঁর মেয়ে পাঁচ থেকে ছয় ঘণ্টা মাস্ক পরে থাকতে পারবে না। হাঁপিয়ে উঠবে। এই বছরের কয়েকটা দিন অনলাইনে ক্লাস (Online classes)ও পরীক্ষা নিলে খুব ভালো হয় বলে দাবি করছেন তিনিও। অনলাইন ও অফলাইন পরীক্ষার বিষয়ে অভিভাবকদের মধ্যে মতামত চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। সেখানে নবম শ্রেণির ১৩৩ জন ছাত্রছাত্রীর অভিভাবকদের মধ্যে ৮৮ জন চেয়েছেন অনলাইন। আর অফলাইন পরীক্ষার চেয়েছেন ৪৫ জন অভিভাবক। অর্থাৎ অনলাইন পরীক্ষার পক্ষেই মত দিয়েছেন অধিকাংশ অভিভাবক। ওই স্কুলের প্রিন্সিপালের কাছে এই বিষয়ে জানতে চাইলে,তিনি কোনও ভাবে মুখ খুলতে চাননি। তবে পথ চলতি সাধারণ মানুষদের বক্তব্য, সরকার স্কুল খুলেছে। তাতে সবাই খুশি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB School Reopening: অনলাইনেই পরীক্ষা হোক! স্কুল খোলার পরেই নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ অভিভাবকদের
Next Article
advertisement
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর! বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ!  
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর 
  • বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি অভিযোগ করেন, হাদি হত্যার আসামিকে জামাত নেতা শিশির মনির দু’বার জামিন দেন.

  • হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তের রাজনৈতিক সংযোগ ও জামিন নিয়ে গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলেছেন বিএনপি নেত্রী.

  • বাংলাদেশ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভারতে পালিয়েছে বা নয়াদিল্লির ভূমিকা রয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি.

VIEW MORE
advertisement
advertisement