Business Idea: জয়চণ্ডীতে যুবকদের দুর্দান্ত 'বিজনেস আইডিয়া'! ক্যাকটাস চাষে করছেন অঢেল লাভ, দেখতে ছুটে আসছেন পর্যটকরাও
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Purulia Business Idea: জয়চণ্ডী পাহাড়ের নীচে এই ক্যাকটাস বাগান শুধু পর্যটকদের আকর্ষণই নয়, স্কুল পড়ুয়াদের জন্য একটি শিক্ষামূলক কেন্দ্র হিসেবেও পরিচিত হয়ে উঠেছে।
পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জয়চণ্ডী পাহাড়। শীতের মরশুমে এই পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে এখন নতুন আকর্ষণ হয়ে উঠেছে পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ক্যাকটাস বাগান। রঘুনাথপুর শহরের এক যুবক সুরঞ্জন সরকার পরম যত্নে দেশি-বিদেশি ৭০০-রও বেশি প্রজাতির ক্যাকটাস চাষ করে এই ব্যতিক্রমী উদ্যোগ গড়ে তুলেছেন। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
জয়চণ্ডী পাহাড়ের নিচেই প্রায় এক বিঘা জমির উপর তৈরি হয়েছে ক্যাকটাসের আস্ত একটি বাগান। এই বাগানে শুধু উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল থেকেই নয়, থাইল্যান্ড, আফ্রিকা ও আমেরিকার মতো দেশ থেকেও সংগ্রহ করা হয়েছে নানা প্রজাতির ক্যাকটাস। বর্তমানে এই বাগানে উৎপাদিত ক্যাকটাস শুধু রাজ্যের মধ্যেই নয়, ভিন রাজ্যেও দেদার বিক্রি হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আজ জয়চণ্ডী পাহাড়ের নিচে এই ক্যাকটাস বাগান শুধু পর্যটকদের আকর্ষণই নয়, স্কুল পড়ুয়াদের জন্য একটি শিক্ষামূলক কেন্দ্র হিসেবেও পরিচিত হয়ে উঠেছে। ক্যাকটাসের নানা প্রজাতি, এমনকি কিছু বিলুপ্তপ্রায় প্রজাতি সম্পর্কেও এখানে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে পড়ুয়ারা। প্রকৃতি, শিক্ষা ও উদ্যোগ, তিনয়ের মেলবন্ধনে সুরঞ্জনের এই ক্যাকটাস বাগান জয়চণ্ডীতে নতুন মাত্রা যোগ করেছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)









