Bankura News: কিসের পায়ের ছাপ এটা! রাত হলেই বাড়ছে আতঙ্ক, ভয়ে কুঁকড়ে বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দারা

Last Updated:

Bankura News: গতকাল বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বন দুবরাজপুরের পর এবার অজানা জন্তুর পায়ের ছাপ মিলল ওই ব্লকেরই বিক্রমপুর এলাকায়। স্থানীয়দের দাবি ওই ছাপ বাঘেরই। বন দফতর পায়ের ছাপের মাপ ও ছবি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাচ্ছে।

যাতায়াতের জন্য জঙ্গলের রাস্তাই একমাত্র ভরসা। প্রতীকী ছবি
যাতায়াতের জন্য জঙ্গলের রাস্তাই একমাত্র ভরসা। প্রতীকী ছবি
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: ঠিক এক বছর আগে বাঁকুড়ার জঙ্গলমহলে এসে ধরা পড়েছিল ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের বাঘিনী জিনাত। তারপর একাধিকবার জঙ্গলমহলে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটে। ঠিক এক বছর যেতে না যেতে আবার বাঘের আতঙ্ক তাড়া করতে শুরু করল বাঁকুড়ার জঙ্গলমহলের মানুষকে।
গতকাল বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বন দুবরাজপুরের পর এবার অজানা জন্তুর পায়ের ছাপ মিলল ওই ব্লকেরই বিক্রমপুর এলাকায়। স্থানীয়দের দাবি ওই ছাপ বাঘেরই। বন দফতর পায়ের ছাপের মাপ ও ছবি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাচ্ছে। যদিও বন দফতরের প্রাথমিকভাবে অনুমান বাঘ নয় ওই পায়ের ছাপগুলি আসলে বাঘরোল জাতীয় জন্তুর।
আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?
গত বছর নভেম্বর মাসে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় বাঘিনী। দীর্ঘপথ পাড়ি দিয়ে সেই বাঘিনী ঝাড়খন্ড হয়ে সটান এসে হাজির হয় এ রাজ্যে। তারপর দীর্ঘ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম,পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়ায় ওই বাঘিনী। বাঘিনীকে ধরতে বিস্তর চেষ্টা চালায় বনদফতর। কিন্তু দীর্ঘ সময় ধরে বন কর্মীদের ঘোল খাইয়ে অবশেষে বাঘিনী হাজির হয় বাঁকুড়ার জঙ্গলে।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শুক্রের…! আগামী ২৪ দিন কাঁপবে দুনিয়া, ৫ রাশির পোয়া বারো, লাগবে ‘লটারি’, বিপুল টাকার বৃষ্টি
গত বছর ২৯ ডিসেম্বর সেখানেই বনদফতরের গুলিতে কাবু হয়ে বাঘিনী ধরা দেয় বন দফতরের হাতে। এরপর চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে একাধিকবার বাঘ এসে পড়ার ঘটনা ঘটে বাঁকুড়া,পুরুলিয়া ও ঝাড়গ্রামের সীমান্তবর্তী বিস্তীর্ণ জঙ্গল এলাকায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের জঙ্গলমহলে বাঘের আতঙ্ক তৈরি হল। গতকাল বাঁকুড়ার সিমলিপাল ব্লকের বন দুবরাজপুর এলাকায় আলুর জমির নরম মাটিতে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
গতকালের পর সিমলিপাল ব্লকেরই বিক্রমপুর এলাকায় আজ একই ধরনের পায়ের ছাপ দেখা যায়। খবর পেয়ে আজ বিক্রমপুর গ্রাম লাগোয়া আলুর জমিতে যান বন কর্মীরা। সেখানে গিয়ে পায়ের ছাপের মাপ ও ছবি সংগ্রহ করেন তাঁরা। স্থানীয়দের দাবি স্বচক্ষে কেউ জন্তুটিকে না দেখলেও পায়ের ছাপ দেখে তাঁরা নিশ্চিত এই পায়ের ছাপ আসলে বাঘেরই। যদিও বনদফতর জন্তুটিকে বাঘ বলে মানতে নারাজ। তাঁদের প্রাথমিক অনুমান যে পায়ের ছাপগুলি দেখা যাচ্ছে তা আসলে বাঘরোল জাতীয় কোনও জন্তুর হয়ে থাকতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: কিসের পায়ের ছাপ এটা! রাত হলেই বাড়ছে আতঙ্ক, ভয়ে কুঁকড়ে বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দারা
Next Article
advertisement
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর! বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ!  
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর 
  • বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি অভিযোগ করেন, হাদি হত্যার আসামিকে জামাত নেতা শিশির মনির দু’বার জামিন দেন.

  • হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তের রাজনৈতিক সংযোগ ও জামিন নিয়ে গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলেছেন বিএনপি নেত্রী.

  • বাংলাদেশ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভারতে পালিয়েছে বা নয়াদিল্লির ভূমিকা রয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি.

VIEW MORE
advertisement
advertisement