Chess Competition: উঠতি দাবাড়ুদের জন্য দারুণ মঞ্চ! পুরুলিয়ায় জমাটি দাবা প্রতিযোগিতার আয়োজন, ১৫০ প্রতিযোগীর হাড্ডাহাড্ডি লড়াই

Last Updated:

Chess Competition: ৩ বছর বয়স থেকে ৯০ বছর বয়স পর্যন্ত প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রত্যেকের জন্যই ছিল আকর্ষণীয় পুরস্কার।

+
দাবা

দাবা প্রতিযোগিতা

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ দাবা খেলার দক্ষতা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে এক অভিনব দাবা প্রতিযোগিতার আয়োজন। পুরুলিয়া শহরের এমএস ইনডোর স্টেডিয়ামে এই দাবা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। প্রায় ১৫০ জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দাবাড়ুরা এই প্রতিযোগিতায় এসেছিলেন। ৩ বছর বয়স থেকে ৯০ বছর বয়স পর্যন্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রত্যেকের জন্যই ছিল আকর্ষণীয় পুরস্কার।
এই বিষয়ে পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার বলেন, সাত রাউন্ডে র‍্যাপিড ফরম্যাটে এই খেলা হয়। রাজ্যের ৯টি জেলা থেকে দাবাড়ুরা অংশগ্রহণ করেন। এই খেলায় যথেষ্ট সাড়া পেয়েছেন বলে জানান তিনি।
আরও পড়ুনঃ ৬ বছরের শিল্পী কাঁপাচ্ছে একের পর মঞ্চ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অশোকনগরের খুদে ড্রামার, প্রতিভায় মুগ্ধ সকলে
পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট টিংকু প্রসাদ গুপ্তা বলেন, প্রতিভাবান দাবাড়ুদের খুঁজে বের করাই মূল উদ্দেশ্য। প্রতিনিয়ত শিশুরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তাতে তাঁদের বিকাশ কমছে। তাই শিশুদের খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক প্রতিযোগী মৈত্রেয় সেন বলেন, ইতিপূর্বে তিনি বিভিন্ন জায়গায় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এবারও তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন। খুবই ভাল লাগছে বলে জানান তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই একদিবসীয় দাবা প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়। আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতা হলে প্রতিভাবান দাবাড়ুরা উঠে আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chess Competition: উঠতি দাবাড়ুদের জন্য দারুণ মঞ্চ! পুরুলিয়ায় জমাটি দাবা প্রতিযোগিতার আয়োজন, ১৫০ প্রতিযোগীর হাড্ডাহাড্ডি লড়াই
Next Article
advertisement
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর! বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ!  
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর 
  • বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি অভিযোগ করেন, হাদি হত্যার আসামিকে জামাত নেতা শিশির মনির দু’বার জামিন দেন.

  • হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তের রাজনৈতিক সংযোগ ও জামিন নিয়ে গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলেছেন বিএনপি নেত্রী.

  • বাংলাদেশ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভারতে পালিয়েছে বা নয়াদিল্লির ভূমিকা রয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি.

VIEW MORE
advertisement
advertisement