WB Panchayat Election Results 2023: নন্দীগ্রামে বিজেপির জয়জয়কার! কার ঘাড়ে দোষ চাপালেন কুণাল ঘোষ? বিস্ফোরক অভিযোগ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
২০১৮ সালের পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের সব গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ১৭ টিরই ক্ষমতা দখল করেছিল তৃণমূল। তবে এবার পাল্লা ঝুঁকেছে গেরুয়া শিবিরের দিকেই। শুভেন্দু অধিকারীর বুথে জয়ী হয়েছে বিজেপি।
দক্ষিণবঙ্গ: পঞ্চায়েত নির্বাচনের ফলাফলেও আলোচনার কেন্দ্রে সেই নন্দীগ্রাম৷ কিন্তু, যে নন্দীগ্রামে গত পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আদ্যোপান্ত ঘাসফুলের দখলে ছিল, সেই নন্দীগ্রামেও এবছর ফুটল ‘শুভেন্দুর পদ্ম’৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, নন্দীগ্রাম ১-এ ৫টি আসনে জয়লাভ করেছে বিজেপি, তৃণমূল জিতেছে বাকি ৫টি আসনে৷ নন্দীগ্রাম ২-এ বিজেপি ৪ এবং তৃণমূল ৩৷ অর্থাৎ, এখনও পর্যন্ত বিজেপি’র দখলে ৯টি আসন, তৃণমূলের ৮টি৷ স্বাভাবিক ভাবে ‘শুভেন্দুর নন্দীগ্রামে’ বিজেপির জয়জয়কার যে নজর কেড়েছে, তা বলা বাহুল্যই৷
যদিও এই ফলাফলের কৃতিত্ব বিজেপির নয় বলেই দাবি কুণাল ঘোষের৷ শুধু তাই নয়, এজন্য দলেরই বিক্ষুব্ধদের একাংশকে দায়ী করেছেন তিনি৷ কুণালের দাবি, ‘‘আমাদের বিক্ষুব্ধদের কিছু উল্টো ভোট পড়েছে।’’ এছাড়া, বিরোধীদের উদ্দেশে তাঁর কটাক্ষ, নন্দীগ্রামে ‘ভোটকাটুয়ার’ ভূমিকায় কাজ করেছে সিপিএম এবং কংগ্রেস।
advertisement
advertisement
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
২০১৮ সালের পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের সব গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ১৭ টিরই ক্ষমতা দখল করেছিল তৃণমূল। তবে এবার পাল্লা ঝুঁকেছে গেরুয়া শিবিরের দিকেই। শুভেন্দু অধিকারীর বুথে জয়ী হয়েছে বিজেপি।
২০২১-এর বিধানসভা নির্বাচন দেখেছে নন্দীগ্রাম। সেই হাইভোল্টেজ লড়াইতে একদিকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। তার রাজ্যজুড়ে ঠিক ২ বছর পরে ফের নির্বাচন। আর তাতে শুভেন্দু ফ্যাক্টর যে কিছুটা হলেও কাজ করেছে, তা বলাই যায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 11, 2023 7:42 PM IST