Virus: অস্ট্রেলিয়ার ঘটল একটা চুরি, তাতেই দেখা দিয়েছে সারা বিশ্বে মহামারীর আশঙ্কা! যা চুরি হয়েছে, শুনে আঁতকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Virus: অস্ট্রেলিয়ার সরকার কুইন্স হেলথ জনস্বাস্থ্য বিভাগকে ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে।
নয়াদিল্লি: করোনাভাইরাসের প্রকোপ আজও ভোলেনি বিশ্ব। এরই মধ্যে আতঙ্কের সেই স্মৃতি কি ফিরতে চলেছে? অস্ট্রেলিয়ায় এমন এক ঘটনা ঘটল, যার জন্য ফের আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। অস্ট্রেলিয়ার একটি ল্যাবরেটরি থেকে উধাও প্রায় ৩০০ মারাত্মক ভাইরাসের নমুনা। সোমবার এক বিবৃতি প্রকাশ করে এমনই জানিয়েছে কুইন্সল্যান্ড সরকার।
অস্ট্রেলিয়ার সরকার কুইন্স হেলথ জনস্বাস্থ্য বিভাগকে ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনাকে ‘বায়োসিকিউরিটি প্রোটোকলের বড় ঐতিহাসিক লঙ্ঘন’ হিসাবে আখ্যায়িত করেছে সে দেশের সরকার।
advertisement
সূত্রের খবর, ২০২৩ সালের আগস্টে কুইন্সল্যান্ডের জনস্বাস্থ্য ভাইরোলজি ল্যাবরেটরি থেকে হেন্দ্রা ভাইরাস, লাইসাভাইরাস এবং হান্টাভাইরাস সহ একাধিক সংক্রামক ভাইরাসের প্রায় ৩২৩টি শিশি চুরি হয়েছিল। হেন্দ্রা একটি জুনোটিক (প্রাণী থেকে মানুষ) ভাইরাস যা শুধুমাত্র অস্ট্রেলিয়ায় পাওয়া যায়।
advertisement
হেন্ড্রা একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ, প্রাণী থেকে মানুষে ছড়ায়। এই ভাইরাস এখনও পর্যন্ত শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই দেখা গিয়েছে। আমেরিকার সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, হন্টাভাইরাস থেকে গুরুতর অসুস্থতা তৈরি হতে পারে। যা থেকে মৃত্যু পর্যন্ত হয়। স্যাম স্করপিনো জানিয়েছেন, হন্টাভাইরাস সংক্রমনের ক্ষেত্রে মৃত্যুর হার ১৫ শতাংশ। এটি কোভিড-১৯-এর তুলনায় প্রায় ১০০ গুণ বেশি প্রাণঘাতী। অন্য ভাইরাসগুলি তীব্রতার দিক থেকে কোভিডের সমান বলা যায়।
advertisement
লাইসাভাইরাস থেকে হতে পারে জলাতঙ্ক। সময়মতো চিকিৎসা না হলে এই সংক্রমণ মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। তবে, প্যাথোজেনগুলির ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রামিত হওয়ার ক্ষমতা সীমিত। তাই, মহামারির ঝুঁকি কম। প্রসঙ্গত, নিখোঁজ সংক্রামক নমুনাগুলি চুরি বা ধ্বংস করা হয়েছে কিনা তা জানা যায়নি। এক বিবৃতিতে বলা হয়েছে, এবং ‘সাধারণ মানুষের ঝুঁকির কোন প্রমাণ নেই।’ অস্ট্রেলিয়ার সরকার আপাতত বিষয়টি নিয়ে নবম পর্যায়ে তদন্ত শুরু করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2024 6:23 PM IST