Second Hooghly Bridge: বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ! কবে, কখন, কেন বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু? কোন রুট নিতে হবে? না জানলে পড়বেন বিপদে
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Second Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। রবিবার বিদ্যাসাগর সেতু মেরামতের জন্য বন্ধ রাখা হবে বলেই জানা গিয়েছে
কলকাতা: দ্বিতীয় হুগলি সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। রবিবার বিদ্যাসাগর সেতু মেরামতের জন্য বন্ধ রাখা হবে বলেই জানা গিয়েছে। আগামীকাল ভোর ৫ টা থেকে ৯ টা পর্যন্ত সম্পূর্ণরূপে যানচলাচল বন্ধ থাকবে। হাওড়া এবং কলকাতাকে সংযোগকারী এই সেতু যাতায়াতের অন্যতম প্রাণকেন্দ্র। তবে রবিবার বিদ্যাসাগর সেতুর পরিবর্তে নিতে হবে অন্য রুট। কোন পথে যাওয়া যাবে?
সাধারণ মানুষকে যে পথে চলাচল করতে হবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
১. জিরুট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরণের যানবাহনকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে মোড় নিয়ে কে.পি. রোডের দিকে যেতে হবে।
advertisement
advertisement
advertisement
২. জে এন্ড এন আইল্যান্ডের দিক থেকে কে.পি. রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরণের যানবাহনকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পর্যন্ত চলাচল করতে হবে।
৩.খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরণের যানবাহন পূর্বমুখী হলে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড হয়ে -স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 23, 2025 11:37 AM IST










