Jagdeep Dhankhar: কোথায় গেলেন জগদীপ ধনখড়? ১ মাস আগে করেছিলেন পদত্যাগ, উত্তরসূরী নির্বাচনের মাঝেই ‘নিখোঁজ’ পোস্টার প্রাক্তন উপরাষ্ট্রপতির!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Jagdeep Dhankhar: তীব্র হয়েছে নির্বাচনের উত্তেজনা। কিন্তু এতকিছুর মাঝে কোথায় সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়? গত এক মাসে পদত্যাগের পর থেকে তাঁকে কোথাও দেখা যায়নি।
advertisement
কোনও আভাস ছাড়াই হঠাত্ ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। কারণ হিসেবে জানিয়েছিলেন শারীরিক সমস্যার কথা। কিন্তু ধনখড়ের আকস্মিক পদত্যাগের আসল কারণ প্রশ্ন তোলে বিরোধীরা। সত্যিই কী শারীরিক অসুস্থতার জেরেই পদত্যাগ করলেন তিনি, নাকি অন্য কোনও কারণ? সংসদে ফের এই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এমনকী তাঁর জন্য বরাদ্দ সরকারি বাংলোতেও নাকি এখনও প্রবেশ করেননি ধনখড়। প্রাক্তন মন্ত্রী বা সংসদ সদস্যদের বাসভবনের বিষয়ে নিয়ম স্পষ্ট। তাদের পদ থেকে সরে যাওয়ার এক মাসের মধ্যে সরকারি বাসভবন খালি করতে হয়। উপ-রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর কেন্দ্রীয় সরকারের শহুরে বাসভবন এবং উন্নয়ন মন্ত্রণালয় টাইপ ৮ বাংলো বরাদ্দ করে।
advertisement
advertisement