Vegetable Price Hike: দেখলেই নাক সিঁটকান, পাতে পড়ে থাকে এক কোণে, আজ সেই করলার কত দাম উঠল জানেন? কিনতে গিয়েই বড় ছ্যাঁকা মধ্যবিত্তের

Last Updated:

Vegetable Price Hike: সবজিতেও এবার সেঞ্চুরি। বেগুন, উচ্ছে, লঙ্কা কিংবা শসা সবকিছুই সেঞ্চুরি পার করেছে। বাজারে কিনতে গিয়েই বড় ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্তরা। বৃষ্টি কম হওয়ায় সবজির যোগান কম আর তাই বাজারে চাহিদা অনুযায়ী সবজি না আসায় বাড়ছে দাম।

Vegetable Price Hike: দেখলেই নাক সিঁটকান, পাতে পড়ে থাকে এক কোণে, আজ সেই করলার কত দাম উঠল জানেন? কিনতে গিয়েই বড় ছ্যাঁকা মধ্যবিত্তের
Vegetable Price Hike: দেখলেই নাক সিঁটকান, পাতে পড়ে থাকে এক কোণে, আজ সেই করলার কত দাম উঠল জানেন? কিনতে গিয়েই বড় ছ্যাঁকা মধ্যবিত্তের
কলকাতা: সবজিতেও এবার সেঞ্চুরি। উইকেন্ডে শনিবার সকালে বাজার করতে এসেছিলেন সুজিত পাল। উত্তর কলকাতার হরিতকী লেনে থাকেন। কাছেই মানিকতলা বাজারে এসেছিলেন। ভেবেছিলেন সপ্তাহান্তের বাজার করবেন কিন্তু সবজির বাজারের যে হাল তাতে হাল ছেড়েছেন। সেঞ্চুরির প্রশ্ন করতেই বললেন, ক্রিকেট মাঠের সেঞ্চুরিতে হাততালি দি আর এখানে এসে সেঞ্চুরি দেখে হার্ট ব্রেক হচ্ছে। সুজিত পালের মতো রমেশ দাস, রাজু জয়সওয়াল সকলেরই একই বক্তব্য। মাঠের সেঞ্চুরি ঘরের ড্রয়িং রুমে বসে দেখতে ভাল লাগে কিন্তু এখানে এসে রীতিমতো  পকেটে ছ্যাঁকা লাগছে।
সবজির বাজারে আগুন। বেগুন, উচ্ছে, লঙ্কা কিংবা শসা সবকিছুই সেঞ্চুরি পার। ক্রিকেটের মাঠের রানের পাহাড় সেঞ্চুরি এখন সবজিতেও।মানিকতলা বাজারে প্রতি কেজি সবজির দর। বেগুন ১২০ থেকে ১৫০ টাকা। কাঁচা লঙ্কা ১৫০ থেকে ২০০ টাকা। উচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।শসা ১০০ থেকে ১২০ টাকা। টমেটো ১০০ থেকে ১২০ টাকা। কাকরোল ১০০ থেকে ১২০ টাকা। এছাড়াও কুলিন সবজি ক্যাপসিকাম ২০০ টাকা কিলো। সজনে ডাটা ৩০০ টাকা কিলো। বিনস ২৫০ থেকে ৩০০ টাকা কিলো।অন্যান্য সবজি পেঁপের বাজার দর বেড়ে ৫০ থেকে ৬০ টাকা। গাজর ৬০ টাকা কিলো। পটল ৪০ থেকে ৬০ টাকা। ঝিঙে ৭ থেকে ৮০ টাকা কিলো। ঢ্যাঁড়শ ৬০ থেকে ৮০ টাকা কিলো। বরবটি ৮০ টাকা কিলো, কুমড়ো ৪০ থেকে ৫০ টাকা কিলো। ফুলকপি প্রতি ৪০ থেকে ৫০ টাকা। বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা কিলো, লাউ ৪০ থেকে ৬০ টাকা প্রতি পিস।
advertisement
advertisement
সবজি ব্যবসায়ী অমিত সাহা রোজ কোলে মার্কেটে যান বাজার করতে। বলছেন , উচ্ছের ঝুড়ি থেকে শুরু করে লঙ্কার ঝুড়ি নামতেই শেষ। দর করে বাজার করা যাচ্ছে না পাইকারি বাজারে তাই যে দামে পাচ্ছি সে দামেই নিয়ে আসছি আর বিক্রি করতে গিয়ে হিমশিম।
advertisement
মানিকতলা বাজারের ব্যবসায়ী কার্তিক সাহা বলেন, বৃষ্টি কম হওয়ায় সবজির যোগান কম আর তাই বাজারে চাহিদা অনুযায়ী সবজি না আসায় বাড়ছে দাম। ক্রেতারা অনেকেই সবজি কম নিচ্ছেন কেউবা দু-এক ধরনের সবজি নিয়েই ফিরে যাচ্ছেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Vegetable Price Hike: দেখলেই নাক সিঁটকান, পাতে পড়ে থাকে এক কোণে, আজ সেই করলার কত দাম উঠল জানেন? কিনতে গিয়েই বড় ছ্যাঁকা মধ্যবিত্তের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement