#কলকাতা: দীর্ঘ আট বছর ধরে চলছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। অন্তত এমনটাই ইঙ্গিত এসএসসি চেয়ারম্যানের। সাম্প্রতিক সময় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর শিটে কারচুপি, সিবিআই তদন্ত, ব়্যাঙ্ক জাম্প করে শিক্ষক নিয়োগ-সহ একাধিক অভিযোগ উঠেছে। এর জেরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে এসএসসি।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ১৪ হাজারের বেশি শূন্য পদের মেধা তালিকা হাইকোর্টে জমা দেওয়ার কথা থাকলেও, সেই সময়সীমা পিছিয়ে যেতে চলেছে বলেই কমিশন সূত্রে খবর।
উচ্চ প্রাথমিকের মেধা তালিকা হাইকোর্টে জমা দেওয়ার আগে আরও কয়েক দফা চেকিং করে নিতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। বিশেষত একাডেমিক স্কোর, টেটের প্রাপ্ত নম্বরের নিরিখে আরও কয়েক দফা চেকিং করে নিতে চায় কমিশন। তার জন্য আগামী সপ্তাহের মধ্যে মেধাতালিকা হাইকোর্টে জমা দিতে না পারলেও, ডিসেম্বরের মধ্যেই মেধা তালিকা হাইকোর্টে জমা দিতে চায় এসএসসি।
আরও কয়েক দফা চেকিং এর জন্য যে যে পদ্ধতিগুলি অবলম্বন করা প্রয়োজন তাই ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। তার জন্য আমাদের আরও কিছুটা সময় লাগবে।"
সাম্প্রতিক সময়ে নবম - দশম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওএমআর শিটে কারচুপির ঘটনা নজরে এসেছে। তার জন্যই প্রত্যেক প্রার্থীর টেটের নম্বর, একাডেমিক স্কোর বারবার চেকিং করে নিতে চাইছে কমিশন। এর ফলে বিষয়টিতে আরও বেশ কিছুটা সময় লাগছে বলেই দাবি কমিশনের আধিকারিকদের।
আরও পড়ুন, আর দেরি না! প্রকল্পের কাজ শেষ করতে সময় বেঁধে দিলেন রাজ্যের মন্ত্রী
অন্যদিকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে অবস্থান আন্দোলনে বসেছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। তাঁদের দাবি ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু আপাতত ডিসেম্বরের মধ্যে যে কার্যত উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে না, তা কার্যত স্পষ্ট এসএসসি চেয়ারম্যানের বক্তব্যে।
আরও পড়ুন, অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ
এবারে নিয়োগ প্রক্রিয়াকে নিখুঁতভাবে করে তুলতে চাইছে এসএসসি। যাতে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আর কোনও বিতর্ক তৈরি না হয়। তার জন্যই উচ্চ প্রাথমিকের নিয়োগকে ঘিরে বিশেষভাবে সতর্ক এসএসসি। যদিও এই চেকিং কীভাবে হবে, তার জন্য ইতিমধ্যেই কয়েক দফা ফর্মুলাও তৈরি করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।