আর দেরি না! প্রকল্পের কাজ শেষ করতে সময় বেঁধে দিলেন রাজ্যের মন্ত্রী
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Saradindu Ghosh
Last Updated:
মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক। তাঁর এলাকার মধ্যে রয়েছে কালনা এক নম্বর ব্লকের ছটি পঞ্চায়েত।
#বর্ধমান: নিজের এলাকায় ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া সব কাজ শুরু করা নির্দেশ দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। টাকা অনুমোদন হওয়ার পরেও কালনার বেশ কিছু পঞ্চায়েতে সরকারি প্রকল্পের কাজ শুরু হয়নি। এই খবর জানার পরেই সেই সব পঞ্চায়েতগুলির কাজ শেষ করার ব্যাপারে তৎপর হলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক। তাঁর এলাকার মধ্যে রয়েছে কালনা এক নম্বর ব্লকের ছটি পঞ্চায়েত। এই ব্লকের কোন কোন পঞ্চায়েতের কাজ টাকা অনুমোদন হয়ে যাবার পরও শেষ হয়নি, তা জানতে তিনি বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত এর প্রধান, জেলা পরিষদের সদস্যসহ পঞ্চায়েত স্তরের কাজের সঙ্গে যুক্তদের নিয়ে বৈঠক করেন। ৩১শে ডিসেম্বরের মধ্যে সব কাজ শুরু করে নির্দেশ দেন তিনি।
advertisement
জানা গিয়েছে এই ব্লকের আটঘোরিয়া সিমলন পঞ্চায়েতে পাঁচ লক্ষ, বেগপুর পঞ্চায়েতে ২১ লক্ষ, ধাত্রীগ্রাম পঞ্চায়েতে ১৩ লক্ষ, কাঁকুড়িয়ায় ১৬ লক্ষ এবং নান্দাই পঞ্চায়েতে ২১ লক্ষ ৪৭ হাজার টাকার কাজ বাকি রয়েছে। সভায় মন্ত্রী জানান, পঞ্চায়েত প্রধানদের টাকা খরচের ব্যাপারে বাড়তি তৎপর হতে হবে। ৩১ ডিসেম্বরের পরে কোনও অজুহাত শোনা যাবে না।
advertisement
advertisement
সামনেই পঞ্চায়েত ভোট। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেলে নতুন করে কাজ শুরু করতে সমস্যা হতে পারে। সে জন্যই অনুমোদন হওয়া টাকার কাজ দ্রুত শুরু করার এই নির্দেশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, বেগপুর পঞ্চায়েতের বরাদ্দ টাকায় জল প্রকল্পের কাজ হবে বলে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। প্রথমে জল প্রকল্পের অনুমোদন মেলেনি। তাই টাকা পড়েছিল। তবে এখন অনুমতি মেলায় ফের কাজ শুধু তৎপরতা শুরু হয়েছে।
advertisement
আটঘোরিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন কাজের জন্য ১২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এ ব্যাপারে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মানুষের কাজের জন্য টাকা বরাদ্দ হয়েছে। মানুষ যাতে দ্রুত সেই সব পরিষেবা পান, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করেন নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2022 12:21 PM IST