Rath Yatra 2022: ১৭ বছর ধরে ফিরোজের রঙে ইসকনের রথ, মন ভালো করা এক আখ্যান
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শুধুমাত্র ভারত নয়, পৃথিবী বিখ্যাত কলকাতার ইসকনের রথযাত্রা। আগামী পয়লা জুলাই সেই রথযাত্রা। দেশ বিদেশ থেকে বহু ভক্ত আসবেন। (Rath Yatra 2022)
#কলকাতা: ভারতবর্ষকে বলা হয় বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ। সর্ব ধর্মের মানুষ এখানে খুব ভালো বন্ধু, ভাই হিসেবে থাকে। একথার প্রমাণ আগে বহুবার পাওয়া গেছে। সেই প্রমাণ আরো একবার পাওয়া গেল খাস কলকাতায়। শুধুমাত্র ভারত নয়, পৃথিবী বিখ্যাত কলকাতার ইসকনের রথযাত্রা। আগামী পয়লা জুলাই সেই রথযাত্রা। দেশ বিদেশ থেকে বহু ভক্ত আসবেন। (Rath Yatra 2022)
ফিরোজ মন্ডল বয়স ৫০ এর গণ্ডি বেরিয়েছে। বাবা ছিলেন একজন চাষী। ২৫ বছর ধরে রঙের কাজ করে আসছেন ফিরোজ। বাড়ি দক্ষিণ ২৪ পরগনায় বাসন্তী থানা এলাকায়। তার ২৫ বছরের কর্মজীবনের মধ্যে ১৭ বছর ধরে তিনি রং করছেন কলকাতার ইসকনের শ্রী জগন্নাথ দেবের রথ।
আরও পড়ুন: শাড়ি দিয়ে প্রজাপতির সাজ! নজরকাড়া রূপে সারা আলি খান
ফিরোজবাবু ভিন্ন সম্প্রদায়ের মানুষ হলেও তিনি সব সম্প্রদায়েরই ধর্মীয় স্থানগুলি রং করে আসছেন বহু বছর ধরে। তার কথায়, "হিন্দু মুসলিম ভাই ভাই সবাই আমরা মিলন চাই"। বর্তমানের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় সাম্প্রদায়িক কার্যকলাপের বিরুদ্ধে তিনি। পরিবারের সব মিলিয়ে ২৪ জন। ভাইদের মধ্যে রঙের কাজে নিযুক্ত আছে ১৯ জন।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রিয়াঙ্কার ব্র্যান্ডে টেবিলের ঢাকনার দাম ৩০৬১২ টাকা! যা-তা বলছেন ভক্তরা
রঙের কাজ করা এবং ইসকন মন্দিরের রথে রঙের প্রলেপ তার রুটিরুচি। খুব ভালো ভাবেই সংসার চলে যাচ্ছে তার। জগন্নাথ দেব যে কদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার মাসি বাড়ি থাকেন, তার মধ্যে একদিন ফিরোজ বাবু তার পরিবারসহ আসেন ভগবানকে দর্শন করতে এবং প্রসাদ খেতে । নিজের সর্বস্ব: পরিশ্রম ইদানিংকালে লাগিয়ে দিচ্ছেন কলকাতায় অনুষ্ঠিত হতে চলা রথযাত্রার রথে। নিখুঁত তার রঙের প্রলেপ যেখানে শোভা পাচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম। জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর রথে তিনি এবং তার সহকর্মীরা রাঙিয়ে তুলছেন একের পর এক প্রলেপ দিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2022 7:28 PM IST

