হু হু করে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, পুজোর মুখে তিনদিনের ট্রাক ধর্মঘট

Last Updated:

বুধবার ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের তরফে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

#কলকাতা: এমনিতেই চোখে জল আনছে পেয়াজের ঝাঁঝ। আলু-সহ নানা আনাজপাতির দাম ঊর্দ্ধমুখী। এই পরিস্থিতিই আরও চরমে উঠতে পারে ট্রাক মালিক সংগঠনের নয়া ঘোষণায়। আগামী ১২-১৪ অক্টোবর, ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট ডেকেছ ট্রাকমালিক সংগঠনগুলি। পুজোর মুখে এই ধর্মঘটের জেরে সরবরাহে ছেদ পড়ায় অগ্নিমূল্য হতে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।
বুধবার ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের তরফে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই ধর্মঘট? ট্রাকমালিকরা বলছেন, হাইওয়েতে রীতিমতো পুলিশি রাজ চলছে। ক্ষতি এড়াতে ২৫ শতাংশ বহন ক্ষমতা বৃদ্ধি চাইছেন তারা। এই দাবিদাওয়া নিয়েই আন্দোলন। ধর্মঘটে কাজ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা।
advertisement
এই তিনদিনে রাজ্য থেকে যেমন ভিনরাজ্যে জিনিস যাবে না, তেমনই বাইরের রাজ্যের ট্রাকও এই রাজ্যে প্রবেশ করবে না। সব মিলিয়ে অন্তত ৫ লক্ষ ট্রাকের চলাচল স্তব্ধ হবে। ফলে থমকাবে মাছ, ডিমের মতো বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ। আর তার জেরেই হু হু করে বাড়তে পারে নানা জিনিসের দাম।
advertisement
করোনার কারণে অধিকাংশ মানুষেরই হাঁড়ির হাল। কাজ গিয়েছে অসংখ্য মানুষের। এর মধ্যে জিনিসের দাম আরও বাড়লে ভোগান্তি যে সব সীমা ছাড়াবে তা বলাই বাহুল্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হু হু করে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, পুজোর মুখে তিনদিনের ট্রাক ধর্মঘট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement