KMC Election 2021: সুব্রত মুখোপাধ্যায়ের 'নামেও' নির্দল তনিমার হার, তৃণমূলের সুদর্শনার ফের বালিগঞ্জ-জয়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
KMC Election 2021: শেষমেশ জিতে গেলেন সুদর্শনা। ৬৮ নম্বর ওয়ার্ডে জয় পেলেন সুব্রত মুখোপাধ্যায়ের স্নেহধন্যা তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়।
#কলকাতা: বালিগঞ্জে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ির ওয়ার্ডে ৬৮ নম্বরে বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কেই শেষমেশ প্রার্থী করেছিল তৃণমূল। ওই ওয়ার্ডে সুব্রতের বোন তনিমা চট্টোপাধ্যায়ের নাম প্রথমে ঘোষণা করা হয়েছিল। সেই মতো তিনি প্রচার ও দেওয়াল লিখনও শুরু করে দেন। এই অবস্থায় তাঁকে প্রতীক না দিয়ে অপেক্ষা করতে বলেন দলীয় নেতৃত্ব। বিষয়টি নিয়ে জলঘোলা হতে শুরু করে। এরপর তনিমাকে সরিয়ে সুদর্শনাকেই প্রার্থী করে তৃণমূল। ক্ষোভে নির্দল প্রার্থী হিসেবে ওই কেন্দ্রেই দাঁড়ান তনিমা। কিন্তু শেষমেশ জিতে গেলেন সুদর্শনা। ৬৮ নম্বর ওয়ার্ডে জয় পেলেন সুব্রত মুখোপাধ্যায়ের স্নেহধন্যা তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়। আর জয়ের সেই ব্যবধান দাঁড়াল ১৮৩২। সুদর্শনার প্রাপ্ত ভোট-৪৩৩৭। আর তনিমার প্রাপ্ত ভোট ২৫০৫।
তৃণমূল সূত্রের খবর, ওই কেন্দ্রে সুব্রতর অন্য এক আত্মীয়কে প্রার্থী করার জন্য পরিবারের ভিতর থেকেই প্রস্তাব এসেছিল। সেই টানাপড়েন বাড়তে শুরু হয়েছিল। অবশেষে সুদর্শনাকেই ফের প্রার্থী করা হয়। তনিমা গতবার ৮৭ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন। সেখানে এ বার অন্য মহিলা প্রার্থী দিয়েছিল তৃণমূল।
advertisement
advertisement
দীর্ঘ দু’দশক ধরে সাংবাদিকতা করার সুবাদে সাধারণ মানুষের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারেন সুদর্শনা। তাঁদের সুখদুঃখের গল্প তুলে আনতেন দর্শক-পাঠকদের জন্য। সেই সহজাত প্রবৃত্তিকেই কাউন্সিলর হিসেবে কাজে লাগিয়েছিলেন তিনি। ম্যান্ডেভিলা গার্ডেনস কিংবা বালিগঞ্জ প্লেসের মতো অভিজাত এলাকার বাসিন্দাদের সঙ্গে কাঁকুলিয়া কিংবা জামির লেনের বস্তিবাসী, সমাজের উঁচুতলা থেকে নিচুতলা, সবার কাছেই গ্রহণযোগ্য সুদর্শনা। ৬৮ নম্বর ওয়ার্ডে সুদর্শনা মুখোপাধ্যায় জয়ী। সুব্রত মুখোপাধ্যায়কে জয় উৎসর্গ করলেন তিনি। দু নম্বরে সুব্রতর বোন তনিমা চট্টোপাধ্যায়। মানুষই জবাব দিয়েছে, দাবি সুদর্শনার।
advertisement
করোনার বেনজির তাণ্ডব হোক কিংবা আম্ফান-যশের বিপর্যয়, পাড়ার বাসিন্দাদের গায়ে আঁচই পড়তে দেননি কাউন্সিলর। সকাল থেকে রাত-উদয় অস্ত কাজ করেছেন। তারই সুফল পেলেন সুদর্শনা মুখোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 21, 2021 12:30 PM IST