KMC Election 2021: সেই ১৯৯৫ সাল থেকে শুরু, জয়যাত্রা অব্যাহত রাখলেন মালা রায়!

Last Updated:

KMC Election 2021: কলকাতা পুরভোটে ইতিমধ্যেই ১০০-র বেশি আসনে এগিয়ে আছে তৃণমূল। বিরোধী বিজেপি এগিয়ে তিনটি আসনে।

মালার জয়যাত্রা
মালার জয়যাত্রা
#কলকাতা: ফের নিজের ওয়ার্ড থেকে জিতে গেলেন মালা রায় (Mala Roy)। সেই ১৯৯৫ থেকে তিনি কাউন্সিলর (Counselor)। একাধিকবার দল বদলালেও, কাউন্সিলর হিসেবে তাঁর জয় আটকায়নি। তৃণমূলে (TMC) আসার পর দায়িত্ব বেড়েছে তাঁর। সাংসদ হয়েছেন। এবার ৮৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবার লড়াইয়ে তৃণমূল প্রার্থী মালা রায় (Mala Roy) ফের জয়ী।
কখনও ঘাসফুল, কখনও হাত, কখনও আবার ঘড়ি প্রতীকে। প্রতীক বদলালেও, প্রার্থী হিসেবে মালার গ্রহণযোগ্যতা কখনই কমেনি। তাই ১৯৯৫ থেকে ৮৮ নম্বর ওয়ার্ডে অপরাজিত মালা রায়। চেতলা থেকে চারু মার্কেট। রাসবিহারী মোড় থেকে প্রতাপাদিত্য রোড। ঝুপড়ি থেকে বহুতল। টানা ২৫ বছর কাউন্সিলর হওয়ার সুবাদে, সবটাই চেনা মালা রায়ের।
প্রচার বেরিয়েই মালা রায় বলেছিলেন, 'আমার সঙ্গে এখানকার মানুষদের আত্মিক সম্পর্ক। উন্নয়ন নিয়ে মানুষের বক্তব্য শুনি। জানার চেষ্টা করি। সেই মতো কাজ করি।'' আর এদিন জয়ের পর তিনি বলছেন, ''এটা কর্মীদের জয়। তাঁদের অক্লান্ত চেষ্টায় মানুষ উন্নয়নের শরিক হয়েছেন।''
advertisement
advertisement
১৯৯৫ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে লড়ে ৮৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলেন মালা রায়। তারপর দক্ষিণ কলকাতার এই ওয়ার্ড তাঁর গড়ে পরিণত হয়। ১৯৯৮ সালে তৃণমূলে যোগ দেন মালা রায়। ২০০০ সালে জোড়া ফুলের প্রতীকে জিতে মেয়র পারিষদ হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতপার্থক্যের জেরে অবশ্য ২০০৫ সালে পুরভোটের ঠিক আগেই তৃণমূল ছাড়েন সুব্রত মুখোপাধ্যায়। সেই সময় তাঁর সঙ্গে একই পথে হাঁটেন মালা। ২০০৫-এর পুরভোটে NCP’র হয়ে দাঁড়িয়েও তাঁর জয় আটকায়নি। এরপর ২০১০-এ কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে জিতে যান। ২০১৫-র পুরভোটের মুখে কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন হয় মালা রায়ের। তারপর থেকে সাংসদ, কাউন্সিলর সহ নানা দায়িত্ব পেলেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election 2021: সেই ১৯৯৫ সাল থেকে শুরু, জয়যাত্রা অব্যাহত রাখলেন মালা রায়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement