KMC Election 2021: সকাল-সকালই চমক ফিরহাদ হাকিমের, বাড়ি থেকে বেরিয়েই 'গন্তব্য' বুঝিয়ে দিল অনেককিছু...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
KMC Election 2021: কলকাতা পুরভোটের ফলাফল প্রসঙ্গে ফিরহাদ হাকিমের সাফ জবাব, ''জেতা নয়, আমার কাছে বড় বিষয় আমাকে আমার ওয়ার্ডের কত মানুষ সমর্থন করছেন। আমি আমার জেতার বিষয়ে একেবারেই চিন্তিত নই।''
#কলকাতা: কলকাতা পুর নির্বাচনের (KMC Election 2021) ভোটগ্রহণ হয়েছে রবিবার। আজ ফল ঘোষণা। গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। শুরুতে হবে ইডি (ইলেকশন ডিউটি) ভোট গণনা। ইভিএম গণনা শুরু হবে তার পর। এরই মধ্যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে বেরিয়ে যাওয়ার আগে ফিরহাদ বলেন, ''আমি মন্দিরে এসেছিলাম। সবসময় আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমার কাছে মন্দির।''
জেতার বিষয়ে কতটা আশাবাদী তিনি? ফিরহাদের সাফ জবাব, ''জেতা নয়, আমার কাছে বড় বিষয় আমাকে আমার ওয়ার্ডের কত মানুষ সমর্থন করছেন। আমি আমার জেতার বিষয়ে একেবারেই চিন্তিত নই।''
advertisement
advertisement
এদিকে, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার পুরভোটে প্রার্থী হয়েছেন ৮৫ নম্বর ওয়ার্ড থেকে। ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন তৃণমূলের এই প্রার্থী। বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন মালা রায়ও। তিনি ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। তিনি ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী। ২০১৫ সালেও ওই আসন থেকে জিতেছিলেন মীনা দেবী পুরোহিত। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার পুরভোটে দাঁড়িয়েছেন কলকাতা পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্য়েই ওই ওয়ার্ডে এগিয়ে রয়েছেন এই তৃণমূলপ্রার্থী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2021 9:30 AM IST