TMC Vs BJP: ৭১ কোটির দুর্নীতিতে গ্রেফতার গুজরাতের পঞ্চায়েত মন্ত্রীর ছেলে! এবার কী হল মোদির 'মডেল' রাজ্যে? জরুরি প্রশ্ন তুলল তৃণমূল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
TMC Vs BJP: গুজরাতের পঞ্চায়েত মন্ত্রী বাচুভাই খাবাদের ছেলের বিরুদ্ধে ৭১ কোটি টাকার মনরেগা দুর্নীতির অভিযোগে গ্রেফতারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস।
কলকাতা: এবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মডেল রাজ্য’ গুজরাতের বরাদ্দ টাকা কেন্দ্র আটকে রাখবে? ৭১ কোটি টাকার মনরেগা কেলেঙ্কারি নিয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
গুজরাতের পঞ্চায়েত মন্ত্রী বাচুভাই খাবাদের ছেলের বিরুদ্ধে ৭১ কোটি টাকার মনরেগা দুর্নীতির অভিযোগে গ্রেফতারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। রবিবার এক্স (পূর্বতন টুইটার)-এ তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে অভিযোগ তোলা হয়।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ড. শশী পাঁজা বলেন, “না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা’(না খাব, না খেতে দেব) বলেছিলেন প্রধানমন্ত্রী। অথচ গরিব মানুষের মজুরির টাকা লুঠ হচ্ছে গুজরাতে। ৭১ কোটি টাকার কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের নীরবতা প্রমাণ করছে, বিজেপির নৈতিকতার মুখোশ খুলে গেছে।” তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ বলেন, “গুজরাতেকে বলে ‘মডেল স্টেট’। যদি মডেল মানে গরিবের টাকা লুঠ হয়, তাহলে এটাই বিজেপির মডেল।”
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত পশ্চিমবঙ্গ এবং গুজরাতের প্রতি কেন্দ্রের আচরণের মধ্যে তীব্র বৈপরীত্য তুলে ধরেন এবং রাজনৈতিক পক্ষপাতের কথা তুলে ধরে কটাক্ষ করে বলেন, “বাংলায় একটিমাত্র অভিযোগেই কেন্দ্রের টাকা বন্ধ, দল পাঠানো, মিডিয়া ট্রায়াল—সব শুরু হয়ে যায়। আর গুজরাতে ৭১ কোটি উধাও হয়ে গেলে কারও কোনও হেলদোল নেই। বিজেপির জাতীয় চরিত্রই হল পক্ষপাতদুষ্ট প্রশাসনিক ব্যবহার ও দুর্নীতির প্রশ্রয়।”
advertisement
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় প্রকল্পের অন্তত ১.৫ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও গ্রামীণ সড়ক যোজনার মতো প্রকল্পে বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। এবার গুজরাতে বড় কেলেঙ্কারির পর সেই দ্বিচারিতার প্রশ্নই আরও জোরাল ভাবে তুলল তৃণমূল কংগ্রেস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2025 6:47 PM IST