India Pakistan: মাস্টারস্ট্রোক! বিদেশ ঘুরে পাকিস্তানকে 'চেনানোর' কাজে বাংলা থেকে দুই মুখকে বেছে নিলেন মোদি! কোন দুজন জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
India Pakistan: ভারতের বার্তা নিয়ে দেশে দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল।
নয়াদিল্লি: পাকিস্তানের সন্ত্রাস নিয়ে বিশ্বের দরবারে সুর চড়াবে কেন্দ্রীয় সরকার। সেই কারণে বিশ্বের একাধিক দেশে যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও প্রাক্তন বিদেশ মন্ত্রকের কর্তারা। সেই দলে সুযোগ পেলেন বাংলার দুই সাংসদ। আর বাংলার মানুষ প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা থাকছেন এই দলে। থাকছেন এমজে আকবর, যার সঙ্গেও বাংলার সম্পর্ক গভীর।
ভারতের বার্তা নিয়ে দেশে দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল। সাত দলে মোট ৫৯ জন সদস্য আছেন। ওই সাত দলের নেতৃত্ব দেবেন যথাক্রমে কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউয়ের সঞ্জয়কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শিবসেনার শ্রীকান্ত শিন্ডে।
advertisement
বাংলার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে এই দলে রাখা হয়েছে। ইউসুফ আছেন সঞ্জয়কুমারের দলে। শমীককে রাখা হয়েছে রবিশঙ্করের দলে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2025 12:26 PM IST