হোম /খবর /কলকাতা /
ভবানীপুরে তৃণমূলের নজরে বহুতল, নয়া কৌশলে মহিলা ব্রিগেডকে মাঠে নামাচ্ছে শাসক দল

TMC new strategy for Bhabanipur By Poll: ভবানীপুরে তৃণমূলের নজরে বহুতল, নয়া কৌশলে মহিলা ব্রিগেডকে মাঠে নামাচ্ছে শাসক দল

নজরে ভবানীপুর Photo : Collected

নজরে ভবানীপুর Photo : Collected

জেপি-কে টেক্কা দিয়ে অবাঙালি ভোট নিজেদের দিকে টানতে ভবানীপুর এলাকার বহুতলগুলিকে টার্গেট করেছে তৃণমূল৷ কারণ এই বহুতলগুলির অধিকাংশ বাসিন্দা অবাঙালি৷ (TMC new strategy in Bhabanipur By Poll)

  • Last Updated :
  • Share this:

#ভবানীপুর: মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত করতে এবার ভবানীপুরে নতুন কৌশল তৃণমূলের৷ শাসক দলের লক্ষ্যে ভবানীপুরের বহুতলগুলি৷ আর সেই বহুতলগুলির বাসিন্দাদের সমর্থন পেতে দলের মহিলা ব্রিগেডকে ময়দান নামাচ্ছে শাসক দল৷

ভবানীপুরের বড় ফ্যাক্টর অবাঙালি ভোট৷ আর বিজেপি-কে টেক্কা দিয়ে অবাঙালি ভোট নিজেদের দিকে টানতে ভবানীপুর এলাকার বহুতলগুলিকে টার্গেট করেছে তৃণমূল৷ কারণ এই বহুতলগুলির অধিকাংশ বাসিন্দা অবাঙালি৷

তৃণমূলের কৌশল অনুযায়ী, দলের মহিলা ব্রিগেডকে এই বহুতলগুলিতে পাঠাবে তারা৷ এক একটি দলে থাকবেন পাঁচজন করে মহিলা কর্মী৷ বহুতলগুলির বাসিনদারা সরকারি সব প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না, তা জানার চেষ্টা করবেন ওই মহিলারা৷ বাসিন্দাদের অভাব অভিযোগও শুনবেন তাঁরা৷ তৃণমূল সূত্রে খবর, শুধু বিধানসভা নির্বাচন নয়, আগামী দিনে পুরভোটেও এই তথ্য গুলি ব্যবহার করতে পারবে শাসক দল৷

আরও পড়ুন: ভবানীপুর নিয়ে চাপের খেলা বিজেপি-র, কমিশনের কাছে একের পর এক দাবি

ভবানীপুর সহ রাজ্যের তিন কেন্দ্রে তৃণমূলের প্রচার কৌশল নিয়ে তৃণমূলনেতা সুখেন্দু শেখর রায় বলেন, 'ঠিক যেভাবে দুয়ারে সরকার চলছে, সেভাবেই মানুষের দুয়ারে দুয়ারে যাবে আমাদের দল৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গুলি শুরু করেছেন, যেগুলি চালু হবে, সেগুলি সম্পর্কে মানুষকে জানাবেন তাঁরা৷ দুয়ারে তৃণমূলই নির্বাচনে আমাদের প্রচারে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে৷ এর পাশাপাশি মমতা বন্যন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভবানীপুরে ছোট ছোট পথসভা করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের৷'

ভবানীপুরে শুরু থেকেই প্রচারে ঝড় তুলেছিল বিজেপি৷ গত দু' তিন দিনে ময়দানে নেমে পড়ছে বিজেপি-ও৷ ভবানীপুরের বাসিন্দা অবাঙালি ভোটাররাই বিজেপি-র বড় ভরসা৷ সেই ভোটেই বড়সড় থাবা বসাতে চাইছে তৃণমূল৷ গত বুধবার থেকে ভবানীপুরে প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকালই আচমকা ভবানীপুরে গিয়ে জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু ব্যস্ততার জন্য যে তার পক্ষে ভবানীপুরের সব ভোটারদের কাছে পৌঁছনো সম্ভব নয়, কর্মিসভাতেই তা স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ তাঁর হয়ে দলীয় কর্মীদের মানুষের কাছে পৌঁছে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই পরামর্শ মেনেই ভবানীপুরে নতুন কৌশল ঠিক করে ফেলল তৃণমূল৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Bhabanipur, BJP, TMC