হোম /খবর /কলকাতা /
ভবানীপুর নিয়ে চাপের খেলা বিজেপি-র, কমিশনের কাছে একের পর এক দাবি

BJP Strategy for Bhabanipur by poll: ভবানীপুর নিয়ে চাপের খেলা বিজেপি-র, কমিশনের কাছে একের পর এক দাবি

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷

কমিশনের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিজেপি নেতারা এমনও আশঙ্কা প্রকাশ করেন যে কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান হিসেবে ভবানীপুরের উপনির্চানে প্রভাব খাটাতে পারেন ফিরহাদ হাকিম (BJP Strategy for Bhabanipur by poll)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: প্রতিপক্ষের নাম মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী দেওয়া না গেলেও ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলের কাজটা আরও কঠিন করে তোলার জন্য চেষ্টার ত্রুটি রাখছে না বিজেপি৷ এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে ভবানীপুরের উপনির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব যাতে রাজ্য সরকারি কর্মীদের দেওয়া না হয়, সেই দাবি জানালো বিজেপি৷ গেরুয়া শিবিরের আশঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই রাজ্য সরকারি কর্মীদের পোলিং অফিসারের দায়িত্ব দিলে তাঁরা নিরপেক্ষ ভূমিকা নাও পালন করতে পারেন৷

এ দিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায় বিজেপি নেতাদের একটি প্রতিনিধি দল৷ দলে ছিলেন ভবানীপুরে বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সাংসদ অর্জুন সিং, শিশির বাজোরিয়া, দীনেশ ত্রিবেদী এবং সৌমিত্র খাঁ৷ কমিশনের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিজেপি নেতারা এমনও আশঙ্কা প্রকাশ করেন যে কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান হিসেবে ভবানীপুরের উপনির্চানে প্রভাব খাটাতে পারেন ফিরহাদ হাকিম৷ পাশাপাশি শুধু পোলিং অফিসার নিয়োগ নয়, রাজ্য সরকারি কর্মীদের নির্বাচনের কোনও রকম দায়িত্ব না দেওয়ার দাবি জানান তিনি৷

আরও পড়ুন: ভবানীপুরে ঘরোয়া আড্ডায় ‘ঘরের মেয়ে’ মমতা বন্দোপাধ্যায়! জনসংযোগে জোর দিয়ে সঙ্গী ফিরহাদ হাকিম...

ভবানীপুরের উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোটে তৃণমূল সংগঠনের জোর খাটিয়ে তাঁদের কোণঠাসা করার চেষ্টা করবে বলেই বিজেপি নেতাদের আশঙ্কা৷ ফলে সব বুথে এজেন্ট দেওয়াও কঠিন হতে পারে বিজেপি-র পক্ষে৷ সেই আশঙ্কা থেকেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুথে এজেন্ট না রাখার পক্ষেও সওয়াল করেছেন বিজেপি নেতারা৷ পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর দাবিও জানানো হয়েছে৷

ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকায় খুশি নয় বিজেপি৷ কারণ এই সময়ে তারা নির্বাচন চাইছিল না৷ শুধু ভবানীপুরেই কেন উপনির্বাচন হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতারা৷ শেষ পর্যন্ত অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করে বিজেপি৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শিবির যে অনেক এগিয়ে, তা ভালোই জানেন বিজেপি নেতারা৷  তার পরেও ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির৷

Published by:Debamoy Ghosh
First published: