করোনা চলছে বলে ভাববেন না NRC ভুলে যাব, লড়াই চলবে: মমতা

Last Updated:

বিজেপি-কে নিশানা করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, 'ভাববেন না করোনা চলছে বলে এনপিআর, এনআরসি ভুলে যাবো৷'

#কলকাতা: ২১-এর নির্বাচনের আগে একুশের সভা থেকে বিজেপি-কে নিশানা করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, 'ভাববেন না করোনা চলছে বলে এনপিআর, এনআরসি ভুলে যাবো ৷'
মঙ্গলবার তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে বললেন, 'কেন্দ্রে ক্ষমতায় আছেন বলে কি গায়ের জোর দেখাচ্ছেন? বহিরাগতরা বাংলা চালাবে না৷ বাংলার লোক বাংলা চালাবে৷ এনআরসি-এনপিআরের বিরুদ্ধে লড়াই করেছি৷ আরও করব৷ ভাববেন না, করোনা হয়েছে বলে এনআরসি ভুলে যাবো ৷'
২০২১ সালে বিধানসভা নির্বাচন৷ তার আগে একুশের জুলাইয়ের শহিদ দিবসের সভা থেকে মমতার বার্তা, 'বাংলাকে অপমান করা হচ্ছে৷ আমরা এর প্রতিবাদ করছি৷' বিজেপি-কে একহাত নিয়ে বলেন, 'একটি নির্বাচন হয়েছে। কয়েকটা মাত্র সিট ওরা পেয়েছে। তার মধ্যেই রোজ অভিযোগ যাচ্ছে কেন্দ্রে। এখানে নাকি আইন শৃঙ্খলা নেই। যান অন্য রাজ্যে দেখে আসুন। ২০১৯ লোকসভায় কয়েকটা সিট পেয়ে যেন সারা পৃথিবী জয় করে নিয়েছে। আয়নায় নিজের মুখ দেখুক, কী চলছে উত্তরপ্রদেশে? পুলিশকেই খুন করে দেওয়া হচ্ছে। যে খুন করল আসামীকেও খুন করে দেওয়া হল। যাতে প্রমাণ না থাকে।'
advertisement
advertisement
'কোভিডের নাম করে অনেক রাজ্যে সরকারি কর্মচারিরা মাইনে পাচ্ছে না। একমাত্র রাজ্য আমরা, ১ তারিখে শিক্ষকদের মাইনে দিই। দারিদ্র্য দূরীকরণে আমরা প্রথম, একশো দিনের কাজে প্রথম বাংলা। ক্ষুদ্র শিল্পে এক নম্বর বাংলা,' বললেন তৃণমূল নেত্রী৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
করোনা চলছে বলে ভাববেন না NRC ভুলে যাব, লড়াই চলবে: মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement