TMC: মানুষের পাশে থাকুন, কোভিড কালে বিপন্নদের পাশে থাকতে কর্মীদের নির্দেশ তৃণমূলের

Last Updated:

Covid 19: রাজনীতির উপরে উঠে, প্রতিপক্ষ দলের বিপন্ন পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: ইতিমধ্যেই সাড়া ফেলেছে অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার মডেল (Diamond Harbour)। সংক্রমণ রুখতে প্রশাসনকে যেমন কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তেমনই দলীয় কর্মীদের মানুষের পাশে থাকতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শাসক দলের কর্মীরা কী করবেন তার একগুচ্ছ নির্দেশ দলের শীর্ষ স্তর থেকে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: নমুনা পরীক্ষা কমতেই অনেকটা কমল আক্রান্তের সংখ্যাও! কমল না উদ্বেগ
সেই অনুযায়ী, বলা হয়েছে, মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার এবং সামাজিক দূরত্ব-সহ সব বিধি মানতে হবে।পার্টির কাজ বা প্রশাসনকে সহযোগিতার ক্ষেত্রে নিয়ম যথাযথ পালন করতে হবে। যে সব এলাকায় ভোট, সেখানে বিধি মেনে প্রচার করতে হবে। জোর দিতে হবে ডিজিটাল প্রচারে। নির্দেশিকায় দলীয় কর্মীদের তৃণমূল নির্দেশ দিয়েছে, 'নিজের এলাকায় কে অসুস্থ বা কার করোনা পজিটিভ তার খবর রাখুন। যে কোনও ধরণের সহযোগিতা করুন। প্রশাসনের সঙ্গে সেতুবন্ধন করুন। প্রয়োজনে চিকিৎসক ও প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মতামতের ব্যবস্থা করুন। এলাকায় যাঁরা বয়স্ক, করোনা হোক বা নাই হোক ভিড় এড়াতে তাঁদের দোকান বাজার বা ডাক্তারের সঙ্গে যোগাযোগে সাহায্য করুন। এলাকায় যাঁরা কোভিড পজিটিভ এবং উপসর্গ আছে, চিকিৎসকের মতামত নিন।'
advertisement
আরও পড়ুন: ফেরালো একের পর এক হাসপাতাল, কোভিড রোগীকে নিয়ে ৯ ঘণ্টা হয়রান পুলিশ
ইতিমধ্য়ে করোনা আক্রান্তদের পাশে থাকার নির্দেশে বলা হয়েছে, যাঁরা উপসর্গহীন, তাঁদের বাড়িতে রান্না করা খাবার পাঠানোর উদ্যোগ নিন। স্থানীয় জনপ্রতিনিধি বা কো-অর্ডিনেটরকে সহযোগিতা করুন। প্রশাসনের অনুমতি নিয়ে সেফ হোম চালু করতে পারেন।এলাকার বাজার বা জনবহুল এলাকায় মাস্ক বিলি এবং নিয়ম মানার প্রচার করুন।পরিযায়ী শ্রমিকদের প্রাথমিক হিসেব তৈরি রাখুন। যাতে হঠাৎ প্রয়োজন হলে খাবার এবং অন্যান্য সামগ্রী দিয়ে পাশে থাকা যায়। সরকারি কাঠামোকে সহযোগিতা করুন। যদি তৃণমূলের প্রতিপক্ষ কোনও রাজনৈতিক দলের সমর্থক পরিবার বিপন্ন হন, রাজনীতির উপরে উঠে তাঁদের পাশে থাকুন। সম্ভাব্য সমস্ত রকমের সহযোগিতা করুন। রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনগুলি সবরকম পদক্ষেপ নিচ্ছে। এগুলো যাতে সকলের সুবিধার কাজে লাগে সেদিকে নজর রাখতে হবে। মানুষের কোনও অভিযোগ বা সমস্যা থাকলেই সমাধান করতে হবে। সংশ্লিষ্ট মহলের নজর আনতে হবে।
advertisement
advertisement
Abir Ghosal 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: মানুষের পাশে থাকুন, কোভিড কালে বিপন্নদের পাশে থাকতে কর্মীদের নির্দেশ তৃণমূলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement