TMC: লক্ষ্য বিধানসভা নির্বাচন, অসংগঠিত শ্রমিকদের কাছে পেতে পরিকল্পনা সাজাচ্ছে তৃণমূল! জানুয়ারিতে মেগা সভা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
TMC: চা শ্রমিক, নির্মাণ শ্রমিক, মৎস্য, বিদ্যুৎ ক্ষেত্রে যারা কাজ করেন, তাদের কাছে পৌঁছে যাওয়াই হল মূল লক্ষ্য।
কলকাতা: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার শ্রমিক সমাবেশ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের নিয়ে হবে এই সমাবেশ। আগামিকাল থেকে শুরু হবে এই সমাবেশ।
জানুয়ারি মাসে মেগা সভা হবে কলকাতায়। চা শ্রমিক, নির্মাণ শ্রমিক, মৎস্য, বিদ্যুৎ ক্ষেত্রে যারা কাজ করেন, তাদের কাছে পৌঁছে যাওয়াই হল মূল লক্ষ্য। প্রায় আড়াই কোটি ভোটার আছেন অসংগঠিত ক্ষেত্রে। আগামী জানুয়ারি মাস অবধি চলবে ছোট ছোট সমাবেশ।
advertisement
advertisement
এরপর জানুয়ারি মাসে কলকাতার বৃহত্তর সমাবেশে হাজির থাকবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সামাজিক সুরক্ষা প্রকল্পে রাজ্যের সহায়তার বিষয়ে প্রচার চালানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2025 1:42 PM IST

