রাতে ভুবনেশ্বরে পৌঁছেই ঠিক কী বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ?

Last Updated:

রাত ১২টা ৫০ মিনিটে ভুবনেশ্বরে নামে সুদীপের বিমান ৷

#ভুবনেশ্বর:  গ্রেফতারের পর মঙ্গলবার রাতেই কলকাতা থেকে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ৷ রাত ১২টা ৫০ মিনিটে ভুবনেশ্বরে নামে সুদীপের বিমান ৷ সেখানে পৌঁছেই সুদীপবাবু বলেন, ‘‘ বাবুল সুপ্রিয় সম্পর্কে ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী ৷ সুজন চক্রবর্তীকে কেন গ্রেফতার নয় ? মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিকই বলেছেন ৷ ’’
এরপর থেকে অবশ্য মুখে কুলুক এঁটেই ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ ভুবনেশ্বের নিয়ে যাওয়ার পর রাতে এক দফা সুদীপবাবুকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা ৷ তবে গোয়েন্দাদের কোনও প্রশ্নেরই উত্তর তিনি দেননি বলে খবর ৷ আজ ভুবনেশ্বরে মেডিক্যাল চেক-আপের পর সুদীপবাবুকে ফের জেরা করা হবে ৷ রোজভ্যালিকাণ্ডে বাকি অভিযুক্তদের সঙ্গে গৌতম কুণ্ডুর কী সম্পর্ক ? তা সবচেয়ে ভাল নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়েই জানেন ৷ এমনটাই দাবি সিবিআইয়ের ৷ এরপর দুপুর ২টো নাগাদ সুদীপবাবুকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে ৷ সেখানে তাঁর পাঁচ দিনের হেফাজত চাওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর ৷
advertisement
সূত্রের খবর, সুদীপকে হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা করতে পারে সিবিআই ৷ রোজভ্যালির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কেন ? গৌতম কুণ্ডুর সঙ্গে একাই বৈঠক করেছেন সুদীপ ? আর কে কে বৈঠকে ছিলেন ? যাঁরা ছিলেন তাঁরা কারা ? জেরাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে এই সব জানতে পারেন সিবিআই কর্তারা বলেই জানা যাচ্ছে ৷ এছাড়া আজই সুদীপ-তাপসকে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই বলেও জানা যাচ্ছে ৷ হেফাজতে নিয়ে প্রথমে সুদীপকে আলাদা জেরা করা হবে ৷ তারপরে দু’জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে সিবিআই সূত্রে খবর ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাতে ভুবনেশ্বরে পৌঁছেই ঠিক কী বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ?
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement