রাতে ভুবনেশ্বরে পৌঁছেই ঠিক কী বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ?

Last Updated:

রাত ১২টা ৫০ মিনিটে ভুবনেশ্বরে নামে সুদীপের বিমান ৷

#ভুবনেশ্বর:  গ্রেফতারের পর মঙ্গলবার রাতেই কলকাতা থেকে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া হয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ৷ রাত ১২টা ৫০ মিনিটে ভুবনেশ্বরে নামে সুদীপের বিমান ৷ সেখানে পৌঁছেই সুদীপবাবু বলেন, ‘‘ বাবুল সুপ্রিয় সম্পর্কে ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী ৷ সুজন চক্রবর্তীকে কেন গ্রেফতার নয় ? মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিকই বলেছেন ৷ ’’
এরপর থেকে অবশ্য মুখে কুলুক এঁটেই ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ ভুবনেশ্বের নিয়ে যাওয়ার পর রাতে এক দফা সুদীপবাবুকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা ৷ তবে গোয়েন্দাদের কোনও প্রশ্নেরই উত্তর তিনি দেননি বলে খবর ৷ আজ ভুবনেশ্বরে মেডিক্যাল চেক-আপের পর সুদীপবাবুকে ফের জেরা করা হবে ৷ রোজভ্যালিকাণ্ডে বাকি অভিযুক্তদের সঙ্গে গৌতম কুণ্ডুর কী সম্পর্ক ? তা সবচেয়ে ভাল নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়েই জানেন ৷ এমনটাই দাবি সিবিআইয়ের ৷ এরপর দুপুর ২টো নাগাদ সুদীপবাবুকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে ৷ সেখানে তাঁর পাঁচ দিনের হেফাজত চাওয়া হবে বলে সিবিআই সূত্রে খবর ৷
advertisement
সূত্রের খবর, সুদীপকে হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা করতে পারে সিবিআই ৷ রোজভ্যালির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা কেন ? গৌতম কুণ্ডুর সঙ্গে একাই বৈঠক করেছেন সুদীপ ? আর কে কে বৈঠকে ছিলেন ? যাঁরা ছিলেন তাঁরা কারা ? জেরাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে এই সব জানতে পারেন সিবিআই কর্তারা বলেই জানা যাচ্ছে ৷ এছাড়া আজই সুদীপ-তাপসকে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই বলেও জানা যাচ্ছে ৷ হেফাজতে নিয়ে প্রথমে সুদীপকে আলাদা জেরা করা হবে ৷ তারপরে দু’জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে সিবিআই সূত্রে খবর ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাতে ভুবনেশ্বরে পৌঁছেই ঠিক কী বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ?
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement