Nusrat Jahan: ‘ওই কোম্পানির বিষয়ে আমি কিছু জানি না’, ফ্ল্যাট-দুর্নীতিতে ‘একতরফা’ সাফাই নুসরত জাহানের

Last Updated:

Nusrat Jahan: ফ্ল্যাট-দুর্নীতির বিরুদ্ধে ইডি-র দফতরে প্রতারিতদের সঙ্গে নিয়ে সোমবার পৌঁছন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। বুধবার দুপুরে তিনটে নাগাদ সাংবাদিক সম্মেলন করে অভিযোগ অস্বীকার করলেন সাংসদ।

ফ্ল্যাট দুর্নীতিতে মুখ খুললেন নুসরত
ফ্ল্যাট দুর্নীতিতে মুখ খুললেন নুসরত
কলকাতা: প্রায় ২৪ কোটির আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। ফ্ল্যাট-দুর্নীতির বিরুদ্ধে ইডি-র দফতরে প্রতারিতদের সঙ্গে নিয়ে সোমবার পৌঁছন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। বুধবার দুপুরে তিনটে নাগাদ সাংবাদিক সম্মেলন করে অভিযোগ অস্বীকার করলেন সাংসদ নুসরত। তাঁর কথায়, ‘‘দুর্নীতির টাকায় ফ্ল্যাট কিনিনি আমি। আর কোম্পানির বিষয়ে আমি কিছু জানি না। আমার কোনও শেয়ার নেই কোম্পানিতে। যারা ভুল করে তারা ক্লারিফিকেশন দেয়। ক্ল্যারিফিকেশন দিতে আসিনি। অন্যায় বা ভুল করলে ক্ল্যারিফিকেশন দিতে হয়। কোম্পানি আমার নয়। ২০১৭-র মার্চে অভিযুক্ত কোম্পানি ছেড়েছি। বাড়ি কিনতে কোম্পানি থেকে ঋণ নিয়েছিলাম। কোম্পানিকে ঋণের টাকা সুদ-সহ শোধ দিয়েছি।’’
তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগ তোলেন বিজেপি নেতা। সোমবার সন্ধ্যায় সল্টলেকের ইডি দফতরে পৌঁছন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তাঁর সঙ্গে বেশ কয়েকজন ব্যক্তি, যাঁরা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন। তাঁদের অভিযোগ কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন শতাধিক ব্যক্তি।
advertisement
advertisement
অভিযুক্তদের দাবি, ওই সময় এই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান। প্রতারিতদের দাবি, তাঁদের বলা হয়েছিল পরবর্তী চার বছরের মধ্যে তাদের ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। যদিও তারা ২০১৮ সালের পরেও ফ্ল্যাট না পেয়ে আদালতের দ্বারস্থ হয়। এরপর আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনেন যার মধ্যে নুসরত জাহানও রয়েছেন বলেও অভিযোগ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nusrat Jahan: ‘ওই কোম্পানির বিষয়ে আমি কিছু জানি না’, ফ্ল্যাট-দুর্নীতিতে ‘একতরফা’ সাফাই নুসরত জাহানের
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement