Nusrat Jahan: চব্বিশ কোটি টাকা প্রতারণার অভিযোগ, '১০ বছরের পুরনো...', মুখ খুললেন নুসরত জাহান!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
Nusrat Jahan: প্রায় চব্বিশ কোটির আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হল ইডির দফতরে। একইসঙ্গে টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগ করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। এই প্রসঙ্গে নুসরত জাহান তাঁর প্রতিক্রিয়া জানান।
কলকাতা: নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় চব্বিশ কোটির আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হল ইডির দফতরে। একইসঙ্গে টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগ করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। এই প্রসঙ্গে নুসরত জাহান তাঁর প্রতিক্রিয়া জানান।
নুসরত জানান, “এটি দশ বছর আগের ঘটনা। যা বলার আইনজীবীরাই বলবেন”। তারকা সাংসদের তরফ থেকে জানানো হয়, “নুসরত এই মুহূর্তে বসিরহাটে ‘মেন্টাল’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। গোটা বিষয়টি তার আইনজীবীরা দেখছেন। যেহেতু ED-র মতো সংস্থার কাছে নালিশ জানানো হয়েছে, তাই এই মামলাটি নিয়ে তাঁর আইনজীবীরা আইনি পথেই এগোবেন। ED-র তরফ থেকে এখনও পর্যন্ত তিনি কোনও চিঠি বা নোটিশ পাননি। আইনজীবীদের পরামর্শ নিয়ে ভবিষ্যতে তিনি গোটা বিষয়টি নিয়ে মন্তব্য করতে পারেন। তার আগে তিনি কিছু বলবেন না।”
advertisement
advertisement
প্রসঙ্গত, তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানাতে ইডি-র দফতরে প্রতারিতদের সঙ্গে নিয়ে সোমবার পৌঁছন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগ তোলেন বিজেপি নেতা। সোমবার সন্ধ্যায় সল্টলেকের ইডি দফতরে পৌঁছন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তাঁর সঙ্গে বেশ কয়েকজন ব্যক্তি, যারা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন। তাঁদের অভিযোগ কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে ৫ লক্ষ ৫৫ হাজার করে টাকা দেন শতাধিক ব্যক্তি।
advertisement
অভিযুক্তদের দাবি ওই সময় এই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরত জাহান। প্রতারিতদের দাবি তাদের বলা হয়েছিল পরবর্তী চার বছরের মধ্যে তাদের ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে। যদিও তারা ২০১৮ সালের পরেও ফ্ল্যাট না পেয়ে আদালতের দ্বারস্থ হয়। এরপর আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনেন যার মধ্যে নুসরত জাহানও রয়েছেন বলেও অভিযোগ।
advertisement
সোমবার সন্ধ্যায় বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা বেশ কয়েকজন প্রতারিতদেরকে নিয়ে ইডি দফতরে উপস্থিত হয়। পাণ্ডা জানান, তিনি প্রতারিত মানুষদের হয়ে ইডির কাছে তদন্ত করার দাবি জানিয়েছেন। বিজেপি নেতা এই পুরো ঘটনাটিকে একটি আর্থিক স্ক্যাম বলে দাবি করেছেন।
advertisement
পাশাপাশি তিনি জানিয়েছেন কোর্টের পক্ষ থেকে নুসরত জাহানকে এই মামলায় সশরীরে উপস্থিত হবার জন্য সমন পাঠানো হলেও, তিনি একবারও আদালতে উপস্থিত হননি। শঙ্কুদেব পাণ্ডা জানিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি এই প্রতারিতরা বিচার না পায় তাহলে তিনি তাঁদের নিয়ে কলকাতার পথে নামবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2023 4:19 PM IST