TMC: 'এসব ব্যাপারে একদম ঢুকবেন না!' নেতাদের জন্য বিরাট নির্দেশ তৃণমূলের! ভোটের আগে না মানলেই কড়া ব্যবস্থা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
TMC: দুর্গাপুর ও হলদিয়া নিয়ে আগেই সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে দেন সাংগঠনিক চেহারা, খোদ শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতিকে দুই শিল্পাঞ্চলের কোর কমিটির মাথায় বসিয়ে দেন।
কলকাতা: নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষা! বেসরকারি ক্ষেত্রে নিয়োগে খবরদারি নয় নেতাদের। স্পষ্ট বার্তা তৃণমূলের। শ্রমিক সংগঠনের তরফ থেকে দলের বার্তা সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে জিরো টলারেন্সের কথা বারবার বলছে তৃণমূল। এই প্রক্রিয়া শুধু সরকারি ক্ষেত্রে নয়। বেসরকারি ক্ষেত্রেও সম্পূর্ণ ভাবে মেনে চলতে হবে।
দুর্গাপুর ও হলদিয়া নিয়ে আগেই সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে দেন সাংগঠনিক চেহারা, খোদ শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতিকে দুই শিল্পাঞ্চলের কোর কমিটির মাথায় বসিয়ে দেন। অনেক ক্ষেত্রেই প্রবণতা দেখা যায় শিল্পাঞ্চলে নেতারা নিজেদের লোক ঢোকাতে চেষ্টা করে। যা মালিক পক্ষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়ে যায়। এর পাশাপাশি শিল্পের পরিবেশের ক্ষতি হয়। এই অবস্থা থেকেই বেরিয়ে আসতে চাইছে শাসক দল।
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ার অভিজাত এলাকায় একের পর এক বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! আতঙ্কে কাঁটা মানুষ, এর শেষ কোথায়!
advertisement
২০২১ সালে বিধানসভা ভোটে শিল্পাঞ্চলের আসন হলদিয়া, কুলটি, দুর্গাপুর পশ্চিম, কুলটি, আসানসোল দক্ষিণ, রঘুনাথপুর, ডাবগ্রাম ফুলবাড়ি হেরে যায় তৃণমূল কংগ্রেস। একমাত্র দুর্গাপুর পূর্ব আসনে জেতে তৃণমূল।
এই পরিস্থিতিতে তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, সুপারিশের অভিযোগ পেলেই তড়িঘড়ি ব্যবস্থা নেবে দল। রাজ্য সভাপতির বিরুদ্ধে সুপারিশের অভিযোগ আসলে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে অভিযোগ। গেট পাস বন্ধ, বায়োমেট্রিক চালু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 1:31 PM IST