১১৭ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল
Last Updated:
বিজেপি প্রার্থী পেয়েছেন ২ হাজার ৪৪৪টি ভোট৷ তৃতীয় স্থানে রয়েছে সিপিএম৷ প্রাপ্ত ভোট ১ হাজার ১১টি৷ ২০১৬-এ মারা যান ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শৈলেন দাশগুপ্ত ৷
#কলকাতা: পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেল তৃণমূল কংগ্রেস৷ নিকটতম প্রার্থীকে ৫ হাজার ৪৮২ ভোটে হারালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিত সিং৷ অমিত পেয়েছেন ৭ হাজার ৯২৬টি ভোট৷ উপনির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে৷
বিজেপি প্রার্থী পেয়েছেন ২ হাজার ৪৪৪টি ভোট৷ তৃতীয় স্থানে রয়েছে সিপিএম৷ প্রাপ্ত ভোট ১ হাজার ১১টি৷ ২০১৬-এ মারা যান ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শৈলেন দাশগুপ্ত ৷ তাঁর মৃত্যুর পর প্রায় ২ বছর থমকে ছিল উপনির্বাচন ৷ অবশেষে সমস্ত সমস্যার সমাধান করতে তৃণমূল প্রার্থী হিসেবে উপনির্বাচনে লড়েন অমিত সিং৷
মেয়র পারিষদ তারক সিংয়ের ছেলে অমিত৷ পাশের ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং। দীর্ঘ দিন কাউন্সিলার না থাকায় বিভিন্ন প্রশাসনিক কাজে বাধ্য হয়েই তাঁর দ্বারস্থ হচ্ছিলেন ১১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। হাসিমুখে তাঁদের পাশে দাঁড়াচ্ছিলেন তারকও। এমনকী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো সরকারি প্রকল্পের সুফল পেতেও বিস্তর কাঠখড় পোড়াতে হচ্ছিল এলাকাবাসীদের। সমস্যা হচ্ছিল মৃতদেহ সৎকারেও৷ এমন অভিযোগও একাধিকবার জানিয়েছেন এলাকাবাসীরা ৷ অবশেষে প্রায় দু’বছরের মাথায় সমস্ত সমস্যার সমাধান হল৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2018 10:19 AM IST