TMC: প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ-কূটনীতিতেও দক্ষ, পবন বর্মাকে বড় পদ দিল তৃণমূল

Last Updated:

TMC: রবিবার সন্ধ্যায় তৃণমূলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি মারফৎ জানানো হয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পবন বর্মাকে সর্বভারতীয় সহ সভাপতি নিয়োগ করেছেন।

পবন বর্মাকে গুরুদায়িত্ব
পবন বর্মাকে গুরুদায়িত্ব
#কলকাতা: সর্বভারতীয় স্তরে নিজেদের বিস্তৃত করার লক্ষ্যে এগোচ্ছে দল৷ তাই তৃণমূলের ওয়ার্কিং কমিটিতেও জায়গা পাচ্ছেন অন্যান্য রাজ্যের নেতারাও৷ সম্প্রতি কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (TMC Working Committee Meeting)৷ একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, দলের পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠক হবে দিল্লিতে৷ যা হবে এই প্রথমবার৷ আর সেই সূত্রেই এবার প্রাক্তন জেডিইউ নেতা পবন বর্মা (Pavan K Varma) সর্বভারতীয় তৃণমূলের সহ সভাপতি করা হল।
রবিবার সন্ধ্যায় তৃণমূলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি মারফৎ জানানো হয়েছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পবন বর্মাকে সর্বভারতীয় সহ সভাপতি নিয়োগ করেছেন। প্রসঙ্গত, জেডি (ইউ)-এর এই প্রাক্তন সাংসদ নভেম্বর মাসে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বিহারের রাজনীতিতে পবন বর্মা ভোটকুশলী প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ২০২০ সালের ২৯ জানুয়ারি দলবিরোধী কাজের জন্য প্রশান্তকে দল থেকে বহিষ্কার করেছিলেন নীতীশ কুমার। তাৎপর্যপূর্ণভাবে তারপরেই জেডি (ইউ) থেকে বহিষ্কার করা হয়েছিল পবন বর্মাকেও।
advertisement
advertisement
তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকেও এর আগে ডাক পেয়েছিলেন প্রাক্তন জেডিইউ নেতা পবন বর্মা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, দল যেহেতু সর্বভারতীয় স্তরে সংগঠন বাড়াচ্ছে, তাই ওয়ার্কিং কমিটিতেও অন্যান্য রাজ্যের নেতাদের জায়গা দেওয়া হবে৷ বর্তমানে তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে একুশ জন রয়েছেন৷ তা বাড়িয়ে ওয়ার্কিং কমিটিতে তিরিশ জনকে জায়গা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে৷
advertisement
পবন বর্মা একজন দক্ষ কূটনীতিবিদ। ভুটানে ভারতের রাষ্ট্রদূত হিসেবেই একটা সময় তিনি কাজ করেছেন। পরবর্তী সময়ে অবশ্য রাজনীতিতে পা রেখেছিলেন। প্রথমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপদেষ্টার পদে যোগ দিয়েছিলেন তিনি। পরে জেডিইউয়ের টিকিটেই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। কিন্তু সেই নীতীশ কুমারের সঙ্গেই তাঁর সম্পর্কের অবনতি হয়। প্রশান্ত কিশোরের পর তাঁকেও দল থেকে সরিয়ে দেয় জেডি (ইউ)। সেই পবন বর্মাকেই এবার গুরুত্বপূর্ণ পদ দিল তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ-কূটনীতিতেও দক্ষ, পবন বর্মাকে বড় পদ দিল তৃণমূল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement