Abhishek Banerjee: তৃণমূলের কেউ অশান্তিতে জড়ালে কড়া পদক্ষেপ, আশ্বাস দিলেন অভিষেক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন সকাল থেকেই কলকাতা পুরসভা নির্বাচনে বিক্ষিপ্ত ভাবে কিছু অশান্তির অভিযোগ উঠেছে (KMC Elections 2021)৷
#কলকাতা: পুরভোটের (KMC Elections 2021) অশান্তিতে দলের কেউ যুক্ত থাকলে কড়া ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস৷ এমনই কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ যদিও তার জন্য বিরোধীদের কাছে প্রমাণ চেয়েছেন অভিষেক৷ তাঁর আরও দাবি, ত্রিপুরায় পুরভোটে যে অশান্তি হয়েছে, সেই তুলনায় কলকাতায় কিছুই হয়নি৷
এ দিন সকাল থেকেই কলকাতা পুরসভা নির্বাচনে বিক্ষিপ্ত ভাবে কিছু অশান্তির অভিযোগ উঠেছে৷ তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো বিরোধী দলগুলি৷
advertisement
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, 'যদিও তৃণমূলের কেউ এই সমস্ত গন্ডগোলের সঙ্গে যুক্ত থাকেন, আপনাদের কাছে কোনও ফুটেজ থাকে যে তৃণমূলের কোনও নেতা, কর্মী, সদস্য গন্ডগোল করেছেন, তাহলে সেই ফুটেজ এই আনুন৷ দলীয় স্তরে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে৷'
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়া অবশ্য একই সঙ্গে বিরোধীদেরও তোপ দেগেছেন৷ তাঁর অভিযোগ, 'বিরোধীরা এজেন্ট দিতা না পারলে সেই দায়ও কি তৃণমূলের? মুখ বাঁচাতে এখন মিথ্যে কথা বলছে বিরোধীরা৷' অভিষেকের দাবি, আগরতলায় পুরভোটের নামে যা হয়েছে সেই তুলনায় কলকাতায় কিছুই ঘটেনি৷
advertisement
প্রসঙ্গত, পুরভোটের আগেই তৃণমূলের তরফে দলীয় নেতা, কর্মীদের কড়া বার্তা দেওয়া হয়েছিল৷ পুরভোটে যাতে দলের কোনও নেতা, কর্মীরা গায়ের জোর প্রয়োগ না করেন, সে বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই৷ তার পরেও এ দিন বেশ কয়েকটি ওয়ার্ডে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷
অভিষেকের অবশ্য দাবি, ভোট যথেষ্ট ভাল হয়েছে৷ যথেষ্ট বড় ব্যবধানে জয়ী হবে তৃণমূল কংগ্রেস৷ ত্রিপুরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'ভোট ভালো হচ্ছে। প্রায় ষাট শতাংশ ভোট পড়বে। নাচতে না জানলে উঠোন বাঁকা। তথ্য প্রমাণ থাকলে আদালত ও কমিশনে যাক। ত্রিপুরা নিয়ে আমরা পুর ভোটের তথ্য প্রমাণ আদালতে দিয়েছি। ওরাও দিক।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2021 3:33 PM IST