KMC Elections 2021: মমতা-অভিষেকের বুথে চমকের নাম আশির বিজিত রায়চৌধুরী, ভোটের সকালে তিনিই 'প্রথম'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
KMC Elections 2021: কলকাতা পুরভোটে সমস্ত বুথে সিসিটিভি-র ব্যবস্থা করেছে রাজ্য নির্বাচন কমিশন। সিসিটিভির পাশাপাশি সব বুথে থাকছে সশস্ত্র বাহিনীও।
#কলকাতা: সকাল ৭টা থেকে শুরু হয়ে গেল কলকাতা পুরসভা নির্বাচন (KMC Elections 2021) । রবিবার, ছুটির দিনে ভোট থাকায় এখনও বহু ওয়ার্ডের বুথেই ভোটের সেই চিরাচরিত ছবি এখনও দেখতে পাওয়া যাচ্ছে না। তবে, ধীরেধীরে অনেক বুথেই অল্পবিস্তর লাইন চোখে পড়তে শুরু করেছে। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ বলে পরিচিত মিত্র ইন্সস্টিটিউশনে একেবারেই চমকদার দৃশ্যের সাত-সকালেই। (তথ্য ও ছবি: কমলিকা সেনগুপ্ত)
advertisement
advertisement
advertisement
advertisement
শাসক দল তৃণমূল অবশ্য শুধু উন্নয়নের উপর ভর করেই কলকাতা পুরসভার একচেটিয়া দখলে আত্মবিশ্বাসী। এক্ষেত্রে ২০১৫ সালে শেষ পুরভোটের ফলকেও এবার তাঁরা ছাপিয়ে যাবে বলে আশাবাদী ঘাসফুল শিবির। ২০১৫ কলকাতা পুরভোটে তৃণমূল একাই জিতেছিল ১১৪টি আসন। ২০১৫ সালে বিজেপি পেয়েছিল মাত্র ৭টি আসন। বামেরা পেয়েছিল ১৫টি আসন। কংগ্রেস পেয়েছিল ৫টি আসন। (তথ্য ও ছবি: কমলিকা সেনগুপ্ত)