Abhishek Banerjee: পরিযায়ী শ্রমিকের সঙ্গে হবে দুপুরের খাওয়াদাওয়া...মালদহে আজ নতুন চমক অভিষেকের, নজর সেদিকে
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Salmali Das
Last Updated:
Abhishek Banerjee: প্রাক নির্বাচনী প্রচারে আজ মালদায় অভিষেক বন্দোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে করবেন সভা।দুই দিনাজপুর, মালদা থেকে পরিযায়ী শ্রমিকদের একটা অংশ এই সভায় যোগ দেবেন। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর প্রায় ৫ হাজার পরিযায়ী শ্রমিক উপস্থিত থাকবেন।
কলকাতাঃ প্রাক নির্বাচনী প্রচারে আজ মালদায় অভিষেক বন্দোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে করবেন সভা।দুই দিনাজপুর, মালদা থেকে পরিযায়ী শ্রমিকদের একটা অংশ এই সভায় যোগ দেবেন। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর প্রায় ৫ হাজার পরিযায়ী শ্রমিক উপস্থিত থাকবেন। পরিযায়ী শ্রমিকদের সঙ্গেই আজ মধ্যাহ্নভোজন সারবেন অভিষেক। রাজ্য বিধানসভা ভোটে এবারে অন্যতম ইস্যু হল পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে গিয়ে বারবার তাঁদের হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। বিশেষ করে বাংলা ভাষায় কথা বললেই জেলে পাঠানো হচ্ছে এই অভিযোগ নিয়ে বারবার সরব তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ ফুলই কি সব? ব্রোকলির ডাঁটাতেও লুকিয়ে ক্যানসার প্রতিরোধী ও হজমশক্তি বাড়ানো উপাদান
বিজেপি ও কংগ্রেস শাসিত রাজ্যে গিয়ে অত্যাচারের শিকার এমন পরিযায়ী শ্রমিকদের আজ মঞ্চে রাখা হবে। আলিপুরদুয়ারের মতো সরাসরি প্রশ্নোত্তর পর্ব চলবে মালদাতে। যুব তৃণমূলের মালদা জেলা সভাপতি প্রসেনজিৎ দাস জানিয়েছেন, “জলঙ্গার সভায় প্রায় পাঁচ হাজার পরিযায়ী শ্রমিক উপস্থিত থাকবেন ৷ তাঁদের বিভিন্ন সমস্যার কথা শুনবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷” প্রায় একই কথা জানিয়েছেন দলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু ৷ বলেছেন, “জেলার প্রতিটি ব্লক থেকে ৩০০ জন করে পরিযায়ী শ্রমিককে নিয়ে আসার জন্য ব্লক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এই সভা থেকে আমাদের সেনাপতি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে কী বার্তা দেন তা জানার জন্য সবাই মুখিয়ে রয়েছেন৷ সভায় প্রতিটি ব্লকের নেতা-কর্মীরাও উপস্থিত থাকবেন ৷”
advertisement
advertisement
দু-দিন আগেই রামপুরহাটে দেখা করেন সোনালি খাতুনের সাথে। গতকাল দক্ষিণ দিনাজপুরে গিয়ে দেখা করেন মহারাষ্ট্র জেলে বন্দি থাকা দুই জনের পরিবারের সাথে। আইনি লড়াইয়ে তাদের ছাড়িয়ে নিয়ে এসেছে তৃণমূল নেতৃত্ব। আজ পরিযায়ী শ্রমিকদের নিয়েই করবেন সভা। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এবারের নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিকে বিশেষ প্রাধান্য দিচ্ছে তৃণমূল৷ বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ জেলাকে নিশানা করেছেন দলের শীর্ষ নেতারা ৷ মুর্শিদাবাদে হুমায়ুন কবীর এবার তাঁদের কতটা বেগ দিতে পারেন, তা নিয়ে এখনও নিশ্চিত নন তাঁরা ৷ তবে ভোটের মুখে মৌসম নুরের দলত্যাগ মালদা জেলায় তাঁদের ক্ষেত্রে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ এর সঙ্গে রয়েছে মিম ও এসএফআই-এর মাথা গলানোর চেষ্টা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2026 9:26 AM IST








