#কলকাতা: এই আই লিগ সবচেয়ে কঠিন। বুধবার কলকাতায় ফিরে স্বীকার করলেন বাগানের হাইতিয়ান তারকা সনি নর্ডি। ফিফা ফ্রেন্ডলি খেলতে আজ হাইতি যাচ্ছেন তিনি। ফিরবেন বেঙ্গালুরু ম্যাচের আগে।
গত তিন বছর ময়দানে ফুটবল খেলছেন তিনি। কিন্তু এমন কঠিন আই লিগ কোনও দিন দেখেননি। বুধবার এএফসি ম্যাচ খেলে কলকাতায় ফিরে জানালেন সনি নর্ডি। হাইতিয়ানের দাবি, সামনের প্রতিটি ম্যাচ এখন ডু অর ডাই। চোট সারিয়ে ফিট হয়েছেন, কিন্তু এখনও ছন্দে নেই। তাই সনিকে নিয়ে এখনও বিব্রত সঞ্জয় সেন।
সামনে লম্বা ছুটি। তাতে বসে না থেকে ফিফা ফ্রেন্ডলি খেলতে দেশে ফিরছেন সনি। বাগানের দাবি, বিশেষ টিকিটে তাঁকে পয়লা এপ্রিলের আগেই ফিরিয়ে আনা হবে। এদিকে, ছেলে কিমকে নিয়েই কলকাতায় ফিরবেন নর্ডি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: I-League, Mohun Bagan, Sony Norde, আই লিগ, সনি নর্ডি