• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সোনার দোকানে দুঃসাহসিক চুরি

সোনার দোকানে দুঃসাহসিক চুরি

file Photo

file Photo

ঘটনাটি অশোকনগর যশোর রোড লাগোয়া একটি দোকানে। বৃহস্পতিবার সকাল ৯--৩০ নাগাদ নিজের দোকান খুলতে গিয়ে চোখ

 • Share this:

  #বারাসত: ঘটনাটি অশোকনগর যশোর রোড লাগোয়া একটি দোকানে। বৃহস্পতিবার সকাল ৯--৩০ নাগাদ নিজের দোকান খুলতে গিয়ে চোখ চরকগাছ মালিক তুষার কান্তি মজুমদারের। সাটার খুলে ভেতরে ঢুকে দেখেন ফলর্স সিলিং ভেঙে টিন ভেঙে ভেতরে ঢুকে সোনার ভল্ট ভেঙে প্রায় সাত লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। এবং অল্প কিছু নগদ টাকা।

  চোরেরা চুরি করতে এসে দোকানের ভেতর মদ্যপান করেছে বলেও অভিযোগ করেন কারন ভেতরে একটি মদের বোতল পাওয়া গেছে। এই ঘটনায় আতঙ্কিত ব্যাবসায়ীরা। এবং পুলিশের নিরাপওা নিয়ে প্রশ্ন তুলছে স্হানীয় মানুষ ও ব্যাবসায়ীরা। ঘটনার তদন্তে অশোকনগর থানা ।এতো পরিমান সোনা ও রুপার অডারি গয়না চুরি যাওয়ায় কান্নায় ভেঙে পরেছে ওই স্বর্ণ ব্যাবষায়ী ।

  First published: