Calcutta High Court: SSC-কে ‘বিশ্বাসঘাতক’ দেখাতে গিয়ে ফাঁপড়ে পর্ষদ, পর্ষদ সচিবকে শো-কজ করল হাইকোর্ট

Last Updated:

মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি বসু।

কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
কলকাতা: SSC-কে ‘বিশ্বাসঘাতক’ দেখাতে গিয়ে ফাঁপড়ে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সচিবকে শো-কজ করল কলকাতা হাইকোর্ট। সচিবের বিরুদ্ধে পদক্ষেপ কেন নেবে না হাইকোর্ট? সোমবার সচিবকে এজলাসে হাজিরা দিয়ে ব্যাখা তলব বিচারপতি বিশ্বজিৎ বসুর।
যোগ্য হয়েও মেলেনি ২ বছর চাকরি। এসএসসি সুপারিশ পেয়েও চাকরি দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদ সচিব। এক সহকারী সচিব, পর্ষদ সভাপতি PA এবং ২ চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মী, এই ৪ কর্মীর ভুলেই চাকরি পায়নি ‘যোগ্য’। রিপোর্ট দিয়ে জানালো পর্ষদ সচিব। ৪ কর্মীর বিরুদ্ধে শোকজে জানতে চাওয়া হয়েছে বিভাগীয় পদক্ষেপ কেন করা হবে না।
advertisement
পাশাপাশি রাজ্য শিক্ষা দফতর, মধ্য শিক্ষা পর্ষদ এবং এসএসসিকে শূন্যপদ নিয়ে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে  বিচারপতি বিশ্বজিৎ বসু। ২২ জানুয়ারি রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
অন্য়দিকে, উমা প্রামাণিক বাঁকুড়া শালতোড়া গার্লস স্কুলে চাকরির সুপারিশ পান সেপ্টেম্বর ২০২১-এ। ২ বছর পরেও সেই এসএসসি চাকরি দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সচিব হাইকোর্টে জানান, SSC সঠিক তথ্য দিচ্ছে না। কোনও সুপারিশ পত্র এসএসসি পাঠায়নি।
advertisement
SSC আদালতে প্রমাণ দাখিল করতেই মামলা ঘুরে যায়। মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বসু। তারপরেই মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে শো-কজ করে হাইকোর্ট। সোমবার মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে হাইকোর্টে হাজিরা দিয়ে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: SSC-কে ‘বিশ্বাসঘাতক’ দেখাতে গিয়ে ফাঁপড়ে পর্ষদ, পর্ষদ সচিবকে শো-কজ করল হাইকোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement