Ed Raid: কলকাতাজুড়ে অভিযান ইডির, ভাঙা হল ফ্ল্যাটের তালা!এবার কার ফ্ল্যাটে হানা, কী মিলবে?
- Written by:Sourav Tewari
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Ed Raid: বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে তাঁর। শঙ্কর আঢ্যর দাবি, তাঁদের ব্যবসায় বিপুল টাকার লেনদেন অস্বাভাবিক ঘটনা নয়।
কলকাতা: রেশন দুর্নীতির তদন্তে ফের ইডি জোরদার অভিযান। রাজ্যের ৫ জায়গায় একযোগে হানা ইডির। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলায় শহরে ইডির হানা। এক যোগে রাজ্যের ৫ জায়গায় হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্তের জাল গোটাতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকদের পর সর্বশেষ জালে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান তথা দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য।
বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে তাঁর। শঙ্কর আঢ্যর দাবি, তাঁদের ব্যবসায় বিপুল টাকার লেনদেন অস্বাভাবিক ঘটনা নয়। তবে ইডি তাঁকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করছে। তারই ভিত্তিতে এদিন শঙ্কর আঢ্যর চাটার্ড অ্যাকউন্ট্যান্ট অরবিন্দ সিংয়ের সল্টেলেক সেক্টর ফাইভের অফিসে হানা দেয় ইডি।
advertisement
advertisement
এছাড়াও এদিন কলকাতার চৌরঙ্গি লেনে শঙ্কর আঢ্যর আরও একটি অফিসে এদিন হানা দেয় ইডির অন্য দল। এই অফিসটি আগেই সিল করে দিয়েছিল ইডি। এছাড়াও এদিন রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে কলকাতার আরও কয়েকটি জায়গায় এদিন হানা দিয়েছে ইডি। মার্কুইস স্ট্রিটে একটি ফ্ল্যাটেও হানা দেয় ইডি। ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় তালা ভাঙে ইডি। পাঁচ বছর এই ফ্ল্যাটেই থাকতেন শঙ্কর। প্রতিবেশীর দাবি, এই ফ্ল্যাটটা শংকরের স্ত্রীর। কিন্তু ইডি সূত্রে খবর এটা মলয় অর্থাৎ শংকরের ভাইয়ের নামে।
advertisement
এর আগে গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে অভিযানে গিয়েছিল ইডি। তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। শাহাজাহান অনুগামীদের বেধড়ক মারে মাথা ফাটে এক ইডি আধিকারিকের। বেশ কয়েকজন জখমও হন। সেই ঘটনার ১০ দিনের মাথায় এবার কলকাতায় সুপার অ্যাকশনে ইডি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2024 2:35 PM IST








