Dakshineswar Metro: দক্ষিণেশ্বর মেট্রো নিয়ে বড় সমস্যা! ফের ফিরহাদের কাছে আবেদন করল রেল, মিলবে সুরাহা?

Last Updated:

Dakshineswar Metro: ডাউন প্ল্যাটফর্মে যাত্রী নামিয়ে তাকে ফের আসতে হয় বরানগরের দিকে। সেখান থেকে লাইন বদল করে আপ লাইনে যেতে হয়।

দক্ষিণশ্বর মেট্রো নিয়ে সমস্যা
দক্ষিণশ্বর মেট্রো নিয়ে সমস্যা
কলকাতা: ফের জমি চেয়ে আবেদন। শনিবার অসুবিধার কথা রেলকে জানান ফিরহাদ হাকিম। এরপর দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের জন্য জমি চেয়ে রেলের ফের আবেদন। ৮০ মিটারের বদলে ৬০ মিটার হলেও চলবে। এই মুহূর্তে দক্ষিণেশ্বর মেট্রোয় নেই রেক ঘোরানোর জায়গা।
ফলে ডাউন প্ল্যাটফর্মে যাত্রী নামিয়ে তাকে ফের আসতে হয় বরানগরের দিকে। সেখান থেকে লাইন বদল করে আপ লাইনে যেতে হয়। তারপর যাত্রী নিয়ে দমদমের উদ্দেশ্য মেট্রো ছাড়ে। এই পরিস্থিতিতে প্রায় ১০ মিনিট সময় নষ্ট হয়।
advertisement
জমি পেলে সম্প্রসারিত অংশে সিজার ক্রসিং বানানো যাবে। RVNL জমি চায় KMDA’র কাছে। যদিও ফিরহাদ হাকিম জানিয়ে দেন, রেলকে জমি দিতে হলে স্কাই ওয়াকের একটা অংশ ভাঙা যাবে,যা সম্ভব নয়। রেল ফের আবেদন করল রাজ্যের কাছে ৮০ নয় ৬০ মিটার অংশ দেওয়া হোক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dakshineswar Metro: দক্ষিণেশ্বর মেট্রো নিয়ে বড় সমস্যা! ফের ফিরহাদের কাছে আবেদন করল রেল, মিলবে সুরাহা?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement