West Bengal Assembly News: চার বিজেপি বিধায়ক সাসপেন্ড, মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি! বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড

Last Updated:

অধ্যক্ষ বার বার তাঁদের সতর্ক করলেও শান্ত হননি বিজেপি বিধায়করা৷ ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ এর পরই চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ৷

বিধানসভায় সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ চার বিজেপি বিধায়ক৷
বিধানসভায় সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ চার বিজেপি বিধায়ক৷
বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া নিয়ে বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড৷ ওয়েলে নেমে অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের৷ পাল্টা চার জন বিজেপি বিধায়ককে একসঙ্গে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করার নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার জন্যও মার্শালদের নির্দেশ দেন অধ্যক্ষ৷ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের বের করে দিতে গেলে মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি, এমন কি মারামারি শুরু হয়৷ বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলার পর বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন৷ যে চার বিজেপি বিধায়ককে এ দিন সাসপেন্ড করেন অধ্যক্ষ, তাঁরা হলে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মনোজ ওরাঁও এবং দীপক বর্মন৷
advertisement
advertisement
কয়েক দিন আগে বিধানসভার অধিবেশন চলাকালীন একটি প্রশ্নে রাজ্যের মন্ত্রীর বক্তব্য না শুনেই বেরিয়ে যান বিজেপি বিধায়করা৷ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি সহ বিজেপি বিধায়কদের সেদিনের বক্তব্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ৷ এ দিন অধিবেশন শুরুর পর অধ্যক্ষের এই সিদ্ধান্ত নিয়ে সরব হন বিজেপি বিধায়করা৷ রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি-র তোলা প্রশ্নের জবাব দেন৷ যদিও মন্ত্রীর বক্তব্য চলাকালীনই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা৷ হাতে থাকা কাগজ ছিঁড়ে ফেলেন তাঁরা৷
advertisement
অধ্যক্ষ বার বার তাঁদের সতর্ক করলেও শান্ত হননি বিজেপি বিধায়করা৷ ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ এর পরই চারজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ৷ যদিও এই সময় শাসক দলের বিধায়করা নিজেদের আসনেই বসে ছিলেন৷ এই গন্ডগোলের মধ্যেই বিধানসভায় পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ দলীয় বিধয়াকদের মুখে ঘটনার কথা শুনে অধ্যক্ষের কাছে যান তিনি৷ তখনই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় বিরোধী দলনেতার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly News: চার বিজেপি বিধায়ক সাসপেন্ড, মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি! বিধানসভায় ধুন্ধুমার কাণ্ড
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement