Kaliganj By Election Results Update: একপেশে জয়ের পথে তৃণমূল, তার পরেও জোর টক্কর দেখল কালীগঞ্জে! বিজেপি-র চিন্তা বাড়াল বাম কংগ্রেস?

Last Updated:

ভোট গণনা শুরু হওয়ার পর শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ প্রথম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দু নম্বরে উঠে আসেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী৷

News18
News18
সমীর রুদ্র, কালীগঞ্জ: প্রত্যাশিত ভাবেই কালীগঞ্জ পুনর্দখলের পথে তৃণমূল কংগ্রেস৷ দ্বাদশ রাউন্ডের শেষে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীদের থেকে প্রায় ৩১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ তবে কালীগঞ্জ বিধানসভা নির্বাচবনে দ্বিতীয় স্থানে দখল করা নিয়ে জোর টক্কর চলল বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে৷ এর মধ্যে বেশ কয়েকটি রাউন্ডে বিজেপি-র থেকে এগিয়েও ছিলেন কংগ্রেস প্রার্থী৷
কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ১২ রাউন্ডের গণনার পর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৪০৪টি ভোট৷ বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ২৫ হাজার ৪৩৭টি ভোট৷ কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১৮ হাজার ৭৭০টি ভোট৷
ভোট গণনা শুরু হওয়ার পর শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ প্রথম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দু নম্বরে উঠে আসেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী৷ এর পরের কয়েকটি রাউন্ডে আবার দু নম্বরে উঠে আসেন বিজেপি প্রার্থী৷ আবার সপ্তম, অষ্টম রাউন্ডে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ৷ যদিও এর পর ক্রমশ পিছিয়ে পড়তে থাকেন তিনি৷ দ্বাদশ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থীর থেকে প্রায় সাত হাজার ভোটে পিছিয়ে তৃতীয় স্থানেই রয়েছেন কংগ্রেস প্রার্থী৷
advertisement
advertisement
২০২১ সালে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ৷ তাঁর মৃত্যুতেই কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaliganj By Election Results Update: একপেশে জয়ের পথে তৃণমূল, তার পরেও জোর টক্কর দেখল কালীগঞ্জে! বিজেপি-র চিন্তা বাড়াল বাম কংগ্রেস?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement