'যেমন চলছে চলুক, তবে...' SSC পরীক্ষা চলাকালীন হুমকি! যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে অনড় সুমন বিশ্বাস
- Published by:Tias Banerjee
- Reported by:Priti Saha
Last Updated:
সুমন বিশ্বাস সহ আন্দোলনকারী শিক্ষকরা SSC পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিলেন।
চুঁচুড়া: “পরীক্ষা যেমন চলছে, চলুক। তবে নির্ভুল যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে—এই দাবিতে আমরা সুপ্রিম কোর্টে যাব।” এসএসসি পরীক্ষা দিতে এসে এমন ঘোষণা দেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ সুমন বিশ্বাস।
সুমন বিশ্বাস বলেন, “অযোগ্যদের তালিকা প্রকাশের পর যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। যারা যোগ্য, তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে? আমরা এই প্রশ্ন উত্থাপন করেছি এবং বহুবার এসএসসি অভিযান ও আন্দোলনের মাধ্যমে এই দাবি জানিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ মাধ্যমিক স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।”
advertisement
advertisement
আজ চুঁচুড়ার ঘুটিয়াবাজারের বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে তিনি সাংবাদিকদের জানান, “এই পরীক্ষাও বাতিল হবে। এসএসসি কর্তৃপক্ষ যে তালিকা প্রকাশ করেছে, সেটা লিস্ট ওয়ান। তাতেও অযোগ্য প্রার্থী আছে। তাই এই পরীক্ষার বিরুদ্ধে মামলা হবে। আমরা এক রাতের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি। যারা ‘লিস্ট ওয়ান’ বলছে, তারা নিজেরা নিজেদের চুরি ঢাকতে এই পরীক্ষা নিচ্ছে। আমরা আশা করব, সমষ্টির কথা ভেবে আর আগের মতো কিছু হবে না।”
advertisement
তাঁর দাবি, “পরীক্ষা যেমন চলছে, চলুক। তবে আমরা সুস্পষ্ট, নির্ভুল যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে যাব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 12:19 PM IST