'যেমন চলছে চলুক, তবে...' SSC পরীক্ষা চলাকালীন হুমকি! যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে অনড় সুমন বিশ্বাস

Last Updated:

সুমন বিশ্বাস সহ আন্দোলনকারী শিক্ষকরা SSC পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিলেন।

আজ চুঁচুড়ার ঘুটিয়াবাজারের বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস।
আজ চুঁচুড়ার ঘুটিয়াবাজারের বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস।
চুঁচুড়া: “পরীক্ষা যেমন চলছে, চলুক। তবে নির্ভুল যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে—এই দাবিতে আমরা সুপ্রিম কোর্টে যাব।” এসএসসি পরীক্ষা দিতে এসে এমন ঘোষণা দেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ সুমন বিশ্বাস।
সুমন বিশ্বাস বলেন, “অযোগ্যদের তালিকা প্রকাশের পর যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। যারা যোগ্য, তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে? আমরা এই প্রশ্ন উত্থাপন করেছি এবং বহুবার এসএসসি অভিযান ও আন্দোলনের মাধ্যমে এই দাবি জানিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ মাধ্যমিক স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।”
advertisement
advertisement
আজ চুঁচুড়ার ঘুটিয়াবাজারের বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে তিনি সাংবাদিকদের জানান, “এই পরীক্ষাও বাতিল হবে। এসএসসি কর্তৃপক্ষ যে তালিকা প্রকাশ করেছে, সেটা লিস্ট ওয়ান। তাতেও অযোগ্য প্রার্থী আছে। তাই এই পরীক্ষার বিরুদ্ধে মামলা হবে। আমরা এক রাতের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি। যারা ‘লিস্ট ওয়ান’ বলছে, তারা নিজেরা নিজেদের চুরি ঢাকতে এই পরীক্ষা নিচ্ছে। আমরা আশা করব, সমষ্টির কথা ভেবে আর আগের মতো কিছু হবে না।”
advertisement
তাঁর দাবি, “পরীক্ষা যেমন চলছে, চলুক। তবে আমরা সুস্পষ্ট, নির্ভুল যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে যাব।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'যেমন চলছে চলুক, তবে...' SSC পরীক্ষা চলাকালীন হুমকি! যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে অনড় সুমন বিশ্বাস
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement