সেই কবে বিএড করে বসে আছেন! অবশেষে SSC! 'ফল প্রকাশ হবে তো?' উৎকণ্ঠায় সোনারপুরের সাহিদা
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC: দক্ষিণ ২৪ পরগনার সাহিদা খাতুন ও হাজারো তরুণ-তরুণী নয় বছর পর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন, স্বপ্ন পূরণের আশায় উৎকণ্ঠা ও প্রতিযোগিতা চরমে।
২০১৯ সালে বিএড করেছিলেন সাহিদা খাতুন। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে তখনই জীবন সাজাতে শুরু করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই তরুণী। কিন্তু দীর্ঘদিন এসএসসি পরীক্ষা না হওয়ায় সেই স্বপ্ন যেন আটকে গেল মাঝপথে। সংসার চালাতে তিনি বাধ্য হলেন টিউশনি করতে।
আজ, অবশেষে পরীক্ষা হচ্ছে। তবু উৎকণ্ঠা কাটছে না তাঁর। সাহিদার প্রশ্ন, “পরীক্ষা তো হল, কিন্তু ফলাফল কি সঠিকভাবে প্রকাশ হবে? আবার দুর্নীতির কালো ছায়া নামবে না তো?”
advertisement
advertisement
শুধু সাহিদা নন, এই দুশ্চিন্তায় ভুগছেন হাজারো পরীক্ষার্থী। প্রায় নয় বছর পর হচ্ছে এসএসসি পরীক্ষা। ফলে প্রতিযোগিতা এবার আগের তুলনায় অনেক বেশি। বজবজ থেকে আসা পরীক্ষার্থী সুজন মণ্ডল জানালেন, “দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় সুযোগ অনেকটা কমে গেছে। আমাদের ওপর চাপও বেড়েছে। যদি প্রতিবছর পরীক্ষা হতো, তবে এই পরিস্থিতি তৈরি হতো না। বহু ছাত্রছাত্রী বিএড করেছেন, তাঁরা সবাই এই এক পরীক্ষার দিকেই তাকিয়ে থাকেন। তাই নিয়মিত পরীক্ষা হওয়া অত্যন্ত জরুরি।”
advertisement
শিক্ষক হওয়ার স্বপ্নে ভর করে এগিয়ে চলা তরুণ-তরুণীদের কাছে এই পরীক্ষা শুধু একটা প্রতিযোগিতা নয়—এ যেন জীবনের মোড় ঘোরানো লড়াই।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 8:57 AM IST