৩ লাখের বেশি SSC পরীক্ষার্থী! প্রশ্নপত্র পৌঁছবে এসকর্টে! চালু কন্ট্রোল রুম, সমস্যায় পড়লে কত ডায়াল করবেন?

Last Updated:

SSC Examination: এসএসসি পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে, কলকাতার ৪১টি কেন্দ্রে বিশেষ পুলিশি নজরদারি থাকবে।

এসএসসি পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে, কলকাতার ৪১টি কেন্দ্রে বিশেষ পুলিশি নজরদারি থাকবে। ৩ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন, প্রশ্নপত্র পৌঁছবে এসকর্টে—এসএসসি পরীক্ষায় কড়াকড়ি করেছে লালবাজার।
এসএসসি পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে, কলকাতার ৪১টি কেন্দ্রে বিশেষ পুলিশি নজরদারি থাকবে। ৩ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন, প্রশ্নপত্র পৌঁছবে এসকর্টে—এসএসসি পরীক্ষায় কড়াকড়ি করেছে লালবাজার।
এসএসসি পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু ৮ টা থেকেই।
  • কেন্দ্রে নিরাপত্তা: প্রতিটি কেন্দ্রে একজন সাব-ইন্সপেক্টরের তত্ত্বাবধানে ৬-৭ জন পুলিশ মোতায়েন থাকবেন। কোথাও কোথাও ৮ জন পর্যন্ত পুলিশ থাকবেন। মহিলা পুলিশও থাকবেন কেন্দ্রে।
  • advertisement
  • ট্রাফিক নিয়ন্ত্রণ: রাস্তায় সার্জেন্ট সহ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
  • সহায়তা পরিষেবা: পরীক্ষার্থীদের প্রয়োজনে দ্রুত সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে ১০০ ডায়ালে ফোন করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে।
  • advertisement
  • উচ্চপদস্থ কর্তাদের নজরদারি: ডিসি থেকে শুরু করে শীর্ষ পদস্থ পুলিশ আধিকারিকরাও থাকবেন গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে।
  • advertisement

    কমিশনে নিরাপত্তা 

    কমিশনের সদর দফতরকেও সকাল থেকে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। কলকাতা পুলিশ ও বিধাননগর সিটি পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।
    • এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩,১৯,৯১৯ জন
    • মোট কেন্দ্র ৬৩৬ টি, তার মধ্যে কলকাতায় রয়েছে ৪১ টি কেন্দ্র
    • সকাল ৮:৩০-৯টার মধ্যে কমিশন থেকে ১৪টি গাড়িতে প্রশ্নপত্র পৌঁছে যাবে কলকাতার কেন্দ্রে।
    • প্রতিটি গাড়ির সঙ্গে থাকবেন কলকাতা পুলিশের কনস্টেবল, অফিসার ও সিপাই।
    advertisement
    সকাল ১০টার মধ্যে একসঙ্গে কেন্দ্রে পৌঁছে যাবেন পরীক্ষার্থীরাও।
    বাংলা খবর/ খবর/শিক্ষা/
    ৩ লাখের বেশি SSC পরীক্ষার্থী! প্রশ্নপত্র পৌঁছবে এসকর্টে! চালু কন্ট্রোল রুম, সমস্যায় পড়লে কত ডায়াল করবেন?
    Next Article
    advertisement
    October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
    রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
    • রাশিফল অক্টোবর ২০২৫

    • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

    • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

    VIEW MORE
    advertisement
    advertisement