Tathagata Roy: তাহলে কি দল ছাড়ছেন? দিলীপ ঘোষকে পাল্টা প্রত্যাঘাত তথাগত রায়ের! লিখলেন, 'যতক্ষণ না...'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tathagata Roy: বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই তথাগত রায়ের নিশানায় রয়েছেন রাজ্য নেতাদের একাংশ। নিত্যদিন রাজ্য বিজেপি নেতা বিশেষত দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের নিশানা করে চলেছেন তথাগত রায়।
#কলকাতা: তথাগত রায় (Tathagata Roy) এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh) সংঘাত যেন কিছুতেই থামার নয়৷ দলের দুই অভিজ্ঞ নেতা যেভাবে পরস্পরকে কদর্য আক্রমণ করে চলেছেন, তা বঙ্গ বিজেপি-র কাছে ক্রমেই অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে৷ শনিবারই তথাগত রায়কে সরাসরি দল ছাড়ার পরামর্শও দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ পাল্টা অবশ্য দিলীপকে অর্ধ শিক্ষিত বলে আক্রমণ করেছেন তথাগত রায় (Dilip Ghosh vs Tathagata Roy)৷ এমনকী তাঁর কথা দিলীপ ঘোষের মতো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় বলেও কটাক্ষ করেছেন তথাগত।
Joy Banerjee has left BJP. This continuous bleeding does not augur well for BJP in W Bengal.
Dilip Ghosh advises me to leave BJP if I am ashamed of the party. I don’t take him seriously. I am now merely a simple member. But I will stay on and try to put the party right. Until… — Tathagata Roy (@tathagata2) November 6, 2021
advertisement
advertisement
প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই তথাগত রায়ের নিশানায় রয়েছেন রাজ্য নেতাদের একাংশ। নিত্যদিন রাজ্য বিজেপি নেতা বিশেষত দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের নিশানা করে চলেছেন তথাগত। সম্প্রতি রাজ্যের চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বিজেপি কার্যত ধুলিস্যাৎ হয়ে যাওয়ার পর সেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। উপনির্বাচনে ভরাডুবির পর তথাগত ট্যুইটে লিখেছিলেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।" সেই ট্যুইটের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন দিলীপ ঘোষের ট্যুইট। যেখানে দিলীপ ঘোষ 'দালালদের' দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
advertisement
একের পর এক আক্রমণ হজম করে অবশেষ মুখ খোলেন দিলীপ ঘোষ। তথাগতর নাম না করে বলেন, ''এতই যখন লজ্জা পাচ্ছেন, তখন দল ছেড়ে দিন। দল যাঁদের সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছে, সুবিধা দিয়েছে, তাঁরাই দলের সবচেয়ে ক্ষতি করেছেন, দলের জন্য কিছুই করেননি। এটা আমাদের দলের সঙ্গে বারবার করা হচ্ছে।'' দিলীপের সেই বক্তব্যের পরই নিউজ 18 বাংলা-য় তথাগত বলেন, ''আমি যা বলব, তা ওঁর মতো অর্ধশিক্ষিতের পক্ষে বোঝা সম্ভব নয়।''
advertisement
এখানেই অবশ্য ওই পর্বে দাড়ি টানেননি তথাগত। ট্যুইটে টেনে এনেছেন জয় বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার প্রসঙ্গ। ট্যুইটে রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত লেখেন, ''জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়েছেন। এই ক্রমাগত রক্তক্ষরণ পশ্চিমবঙ্গ বিজেপি-র জন্য মোটেই ভালো নয়। দিলীপ ঘোষ বলেছেন, আমি লজ্জিত হলে যেন দল ছেড়ে দিই। আমি তাঁকে গুরুত্ব দিই না। আমি দলের এখন সাধারণ সদস্য। কিন্তু আমি এভাবেই থাকব এবং দলকে সঠিকভাবে পরিচালিত করতে সহায়তা করব। যতক্ষণ না পর্যন্ত....'' রাজনৈতিক মহলের মতে, এই এক ট্যুইটেই তথাগত রায় বুঝিয়ে দিলেন, দিলীপ ঘোষদের সঙ্গে সংঘাতের রাস্তা থেকে আপাতত সরে আসছেন না তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 07, 2021 10:31 AM IST