Tathagata Roy: 'শুনে নিন...', ফের বিস্ফোরক তথাগত রায়! হারের ক্ষতের মাঝেই বড় বিড়ম্বনা BJP-র
- Published by:Suman Biswas
- news18 bangla
Tathagata Roy: প্রায় প্রতিদিনই নিয়ম করে রাজ্য বিজেপি নেতা বিশেষত দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়র মতো কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করেন তথাগত রায়।
আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন।শুনে নিন। নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলি নি।দলের ভিতরে বলেছি।কিন্তু নির্বাচনে ভরাডুবি হবার পরে যখন দেখা গেল কোনো বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে “৩ থেকে ৭৭” বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল।
— Tathagata Roy (@tathagata2) November 3, 2021
দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই। https://t.co/33JiAjwkvf
— Tathagata Roy (@tathagata2) November 2, 2021