#কলকাতা: কাউকেই রেয়াত করেন না তিনি। ঘরে-বাইরে তাঁর পরিচয় দুর্মুখ বলেই। আজ যখন চার কেন্দ্রে উপনির্বাচনে তিনটিতেই বিজেপির জামানত জব্দ হলো তথাগত রায় যে তখন চুপ করে থাকবেন না তা তো নিশ্চিতই। তথাগত নিশ্চয়ই অপেক্ষা করছিলেন চূড়ান্ত ফলটা দেখার। সেই ভোটের ফল সামনে আসতেই সব সীমা লঙ্ঘন করলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy on BJP Defeat)। দিলীপ ঘোষের একটি পুরনো পোস্টকে টেনে এনে কামান দাগলেন তিনি, আজকের পরিণতির জন্য দুষলেন রাজ্য বিজেপিকে।
আজ তথাগত রায় লিখেছেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।"
তথাগত রায়ের ট্যুইট-
দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই। https://t.co/33JiAjwkvf
— Tathagata Roy (@tathagata2) November 2, 2021
তথাগত রায়ের আক্রমণের অভিমুখ খুব পরিষ্কার। বহুদিন ধরেই তিনি দলবদল নিয়ে সরব। বারংবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে। তাঁর মতে, এই চতুষ্কোণের সৌজন্যে তৃণমূল থেকে দল দলে বিজেপিতে আসার সুযোগ পেয়েছিল অনেকে। আদর্শের জলাঞ্জলি হয়েছে এভাবেই। নীচুতলার কোনও কথা ভোটের আগে ও পরে শোনেননি ওরা, অতীতে এমন অভিযোগও করেছেন তথাগত। সম্প্রতি কয়েক ধাপ এগিয়ে তথাগত রায় বিষোদগার করে বলেন, "কৈলাস বিজয়বর্গীয়কে ঘৃণা করি। তারপর আজকের এই পোস্ট।"
আরও পড়ুন-'শব্দবাজিমুক্ত দীপাবলির শুভেচ্ছা', চারে চার করে বিজেপিকে ঠেস অভিষেকের
তথাগত রায় এর দেওয়া উদ্ধৃতি ভিডি ভিসি একটি ল্যাটিন শব্দবন্ধ। এই উপমা টির মূল অর্থ লুকিয়ে রয়েছে জুলিয়াস সিজার নাটকে। ভিনি ভিডি ভিসি-র মানে এলাম, দেখলাম, জয় করলাম। তথাগত বলতে চাইছিলেন দিলীপ ঘোষের অ্যাপ্রোচ বা ভঙ্গিমাটা ছিল অনেকটা এমন। আর তারই মাশুল গুনছে বিজেপি আজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Tathagata Roy