তাপস রায় ও তমোঘ্ন ঘোষকে এবার X ক্যাটেগরি সুরক্ষা, ভোটের মুখে বাড়ানো হল দুই বিজেপি নেতার নিরাপত্তা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Tapas Roy and Tamoghna Ghosh X Category Security: এ রাজ্যের আরও বেশ কয়েকজন বিজেপি নেতার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর। সম্প্রতি শহর কলকাতায় বেশ কিছু ঘটনা ঘটার পর থেকেই দুই বিজেপি নেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: তাপস রায়কে X ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রের পক্ষ থেকে। উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষকেও দেওয়া হল কেন্দ্রীয় নিরাপত্তা। এই দুই নেতার নিরাপত্তায় চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষী হিসেবে শুক্রবার রাত থেকেই মোতায়েন করা হয়েছে।
উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এবং জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষের উপর হামলা হতে পারে। এরকমই আশঙ্কা প্রকাশ করা হয় গোয়েন্দাদের তরফে। তারপরেই দুই পদ্ম নেতার নিরাপত্তায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলে সূত্রের খবর।
advertisement
advertisement

এ রাজ্যের আরও বেশ কয়েকজন বিজেপি নেতার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর। সম্প্রতি শহর কলকাতায় বেশ কিছু ঘটনা ঘটার পর থেকেই দুই বিজেপি নেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2024 7:20 AM IST