গঙ্গার ঘাটে নেই কোনও কোলাহল, বারাণসী জুড়ে বিরাজ করছে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা; হঠাৎ কী এমন হল?
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Weather Effect: এমনিতে ভোর হতে না হতেই জেগে ওঠে বারাণসীর ঘাটগুলি। কোলাহলমুখর হয়ে ওঠে গঙ্গার ঘাট। তবে সেখানেই যেন নৈঃশব্দ বিরাজ করছে।
advertisement
advertisement
advertisement
আর ৬ ঘণ্টা মতো সময় গঙ্গার ঘাটগুলিতে মানুষের আনাগোনা না থাকার কারণে গঙ্গাও যেন নিস্তরঙ্গ। আর বারাণসী তো পর্যটক ও পুণ্যার্থীদের অত্যন্ত পছন্দের জায়গা। অথচ এই তীব্র গরমে কেউ বারাণসীতে পা পর্যন্ত রাখছেন না। ফলে ঘাট থেকে বহু দূর পর্যন্ত গঙ্গার ঢেউগুলিও যেন শান্ত হয়ে গিয়েছে। শুধু ঘাটগুলির অবস্থাই শোচনীয় নয়, প্রাচীন এই শহরের রাস্তাঘাটও প্রায় জনশূন্য। প্রতিদিনই দুপুর ১২টার পর পথচারীদের ভিড় কমছে বারাণসীর রাস্তাঘাটেও।
advertisement
advertisement