Tangra Incident Update: বাড়িতে তিন দেহ রেখে গাড়ি নিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দুই ভাইয়ের! ট্যাংরা কাণ্ডে বাড়ছে রহস্য

Last Updated:

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্যাংরার ওই চারতলা বাড়িতে প্রণয় ও প্রসূন দে নামে দুই ভাই তাঁদের স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন৷ প্রণয় এবং প্রসূনের একজনের একটি ছেলে এবং অন্যজনের একটি কন্যাসন্তান ছিল৷

ট্যাংরার এই বাড়ি থেকেই উদ্ধার হয় তিন জনের দেহ৷
ট্যাংরার এই বাড়ি থেকেই উদ্ধার হয় তিন জনের দেহ৷
কলকাতা: ভোররাতে ই এম বাইপাসের উপরে মেট্রো রেলের পিলারে ধাক্কা মারে একটি গাড়ি৷ গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় প্রসূন দে এবং প্রণয় দে নামে দুই ব্যক্তিকে৷ গাড়িতে আরও এক নাবালকও ছিল৷ আহতদের উদ্ধার করে রুবি মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ আহত অবস্থাতেই  প্রণয় দে নামে একজন আহত জানান, তাঁদের ট্যাংরার বাড়িতে এক কিশোরী সহ আরও দুই মহিলার দেহ পড়ে রয়েছে৷
এই খবর পেয়েই দ্রুত ২৩/এ অতুল সুর রোডের বাড়িতে পৌঁছয় পুলিশ৷ চারতলা বাড়ির চারতলার আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার হয় দুই গৃহবধূ এবং এক কিশোরীর দেহ৷ তাঁদের হাতের শিরা কাটা ছিল৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ট্যারার বাসিন্দা গোটা পরিবারই একসঙ্গে ঘুমের ওষুধ খেয়ে প্রথমে আত্মহত্যার চেষ্টা করে৷ ট্যাংরার বাড়িতে নিজেদের স্ত্রী এবং এক সন্তানের দেহ রেখেই বেরিয়ে পড়েন দুই ভাই৷ এর পর অভিষিক্তা মোড়ের কাছে মেট্রোর পিলারে ইচ্ছাকৃত ভাবে গাড়ি নিয়ে ধাক্কা মেরেও ফের আত্মহত্যার চেষ্টা চালান তাঁরা৷
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্যাংরার ওই চারতলা বাড়িতে প্রণয় ও প্রসূন দে নামে দুই ভাই তাঁদের স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন৷ প্রণয় এবং প্রসূনের একজনের একটি ছেলে এবং অন্যজনের একটি কন্যাসন্তান ছিল৷ ট্যাংরার বাড়িতে দুই ভাইয়ের স্ত্রী এবং এক কিশোরীর দেহ পড়েছিল৷ অন্যদিকে নিজেদের আর এক সন্তানকে নিয়ে ভোররাতেই ট্যাংরার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনা ঘটান দুই ভাই৷
advertisement
প্রাথমিক তদন্তের পর কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার জানিয়েছেন, ওই পরিবারের চামড়ার ব্যবসা ছিল৷ আহত প্রসূন দে পুলিশের কাছে দাবি করেছেন, তীব্র আর্থিক সমস্যায় পড়েই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয় গোটা পরিবার৷ যদিও এই দাবির সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ আহতদের মধ্যে প্রসূন দে নামে ওই ব্যক্তির সংজ্ঞা রয়েছে৷ বাকি দু জন হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন৷ দ্রুত তাঁদের বয়ানও নিতে চায় পুলিশ৷
advertisement
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়়ায় ট্যাংরায়৷ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাও৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ পাশাপাশি, জানা গিয়েছে চারতলায় আলাদা আলাদা ঘরে তিনটি দেহ পড়েছিল৷ কিন্তু তিন তলার ঘরেও রক্তের দাগ মিলেছে৷ ফলে ট্যাংরার এই কাণ্ড নিছক আত্মহত্যা নাকি অন্য চক্রান্তও রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের এই পরিণতিতে বাকরুদ্ধ এলাকার বাসিন্দারা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tangra Incident Update: বাড়িতে তিন দেহ রেখে গাড়ি নিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দুই ভাইয়ের! ট্যাংরা কাণ্ডে বাড়ছে রহস্য
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement