Tangra Incident Update: বাড়িতে তিন দেহ রেখে গাড়ি নিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দুই ভাইয়ের! ট্যাংরা কাণ্ডে বাড়ছে রহস্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্যাংরার ওই চারতলা বাড়িতে প্রণয় ও প্রসূন দে নামে দুই ভাই তাঁদের স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন৷ প্রণয় এবং প্রসূনের একজনের একটি ছেলে এবং অন্যজনের একটি কন্যাসন্তান ছিল৷
কলকাতা: ভোররাতে ই এম বাইপাসের উপরে মেট্রো রেলের পিলারে ধাক্কা মারে একটি গাড়ি৷ গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় প্রসূন দে এবং প্রণয় দে নামে দুই ব্যক্তিকে৷ গাড়িতে আরও এক নাবালকও ছিল৷ আহতদের উদ্ধার করে রুবি মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ আহত অবস্থাতেই প্রণয় দে নামে একজন আহত জানান, তাঁদের ট্যাংরার বাড়িতে এক কিশোরী সহ আরও দুই মহিলার দেহ পড়ে রয়েছে৷
এই খবর পেয়েই দ্রুত ২৩/এ অতুল সুর রোডের বাড়িতে পৌঁছয় পুলিশ৷ চারতলা বাড়ির চারতলার আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার হয় দুই গৃহবধূ এবং এক কিশোরীর দেহ৷ তাঁদের হাতের শিরা কাটা ছিল৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ট্যারার বাসিন্দা গোটা পরিবারই একসঙ্গে ঘুমের ওষুধ খেয়ে প্রথমে আত্মহত্যার চেষ্টা করে৷ ট্যাংরার বাড়িতে নিজেদের স্ত্রী এবং এক সন্তানের দেহ রেখেই বেরিয়ে পড়েন দুই ভাই৷ এর পর অভিষিক্তা মোড়ের কাছে মেট্রোর পিলারে ইচ্ছাকৃত ভাবে গাড়ি নিয়ে ধাক্কা মেরেও ফের আত্মহত্যার চেষ্টা চালান তাঁরা৷
advertisement
আরও পড়ুন: ছেলের বিয়ের গয়না বেচে ডাকাতির গল্প ফাঁদলেন সৎ মা! টালিগঞ্জে গ্রেফতার শ্যালিকা-জামাইবাবু
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্যাংরার ওই চারতলা বাড়িতে প্রণয় ও প্রসূন দে নামে দুই ভাই তাঁদের স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন৷ প্রণয় এবং প্রসূনের একজনের একটি ছেলে এবং অন্যজনের একটি কন্যাসন্তান ছিল৷ ট্যাংরার বাড়িতে দুই ভাইয়ের স্ত্রী এবং এক কিশোরীর দেহ পড়েছিল৷ অন্যদিকে নিজেদের আর এক সন্তানকে নিয়ে ভোররাতেই ট্যাংরার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনা ঘটান দুই ভাই৷
advertisement
প্রাথমিক তদন্তের পর কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার জানিয়েছেন, ওই পরিবারের চামড়ার ব্যবসা ছিল৷ আহত প্রসূন দে পুলিশের কাছে দাবি করেছেন, তীব্র আর্থিক সমস্যায় পড়েই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয় গোটা পরিবার৷ যদিও এই দাবির সত্যতাও খতিয়ে দেখছে পুলিশ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ আহতদের মধ্যে প্রসূন দে নামে ওই ব্যক্তির সংজ্ঞা রয়েছে৷ বাকি দু জন হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছেন৷ দ্রুত তাঁদের বয়ানও নিতে চায় পুলিশ৷
advertisement
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়়ায় ট্যাংরায়৷ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাও৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ পাশাপাশি, জানা গিয়েছে চারতলায় আলাদা আলাদা ঘরে তিনটি দেহ পড়েছিল৷ কিন্তু তিন তলার ঘরেও রক্তের দাগ মিলেছে৷ ফলে ট্যাংরার এই কাণ্ড নিছক আত্মহত্যা নাকি অন্য চক্রান্তও রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের এই পরিণতিতে বাকরুদ্ধ এলাকার বাসিন্দারা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2025 12:04 PM IST