বিতর্ক অতীত, ‘‘দুর্গা ও নারী শক্তির ক্ষমতায়ন’’ শীর্ষক বাংলার ট্যাবলো স্থান পেল দিল্লির কুচকাওয়াজে
- Published by:Uddalak B
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এই অনুমোদনের খবর নবান্নে এসে পৌঁছেছে। তবে এবার অনুমোদন দেওয়ার আগে একটি শর্ত জুড়ে দিয়েছে।
#কলকাতা: দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজ্যের ট্যাবলো প্রদর্শিত হতে চলেছে কুচকাওয়াজ অনুষ্ঠানে। তেমনটাই নবান্ন সূত্রে খবর। ‘দুর্গা ও নারী শক্তির ক্ষমতায়ন’ প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে এটাই এবার পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি রাজ্যের এই নয়া ভাবনার ট্যাবলোকে অনুমোদন দিয়েছে।
এই অনুমোদনের খবর নবান্নে এসে পৌঁছেছে। তবে এবার অনুমোদন দেওয়ার আগে একটি শর্ত জুড়ে দিয়েছে। বিশেষজ্ঞ কমিটি মনে করলে কুচকাওয়াজের আগের দিন শেষলগ্নেও এটি বাতিল করে দিতে পারে। তাই রাজ্য সরকার এ বার অনেক সতর্ক। যাতে তীরে এসে তরী না ডোবে। গত বছরই দিল্লির প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্রের ১২৫ বছর জন্মবার্ষিকীতে তৈরি পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্র। এনিয়ে রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: 'টিআরপি চলে গিয়েছিল, একের পর এক ছবি ফ্লপ করেছিলেন,' মিঠুনকে বেনজির আক্রমণ কুণালের
ট্যাবলোয় কী থাকবে? নবান্ন সূত্রে খবর, স্বপরিবারে-লক্ষ্ণী, গণেশ, সরস্বতী, কার্তিককে নিয়ে এক চিত্রে মা দুর্গার অবস্থান। ট্যাবলোর অগ্রভাবে একটি কলাগাছের দু’ধারে দুই মহিলা শঙ্খ বাজিয়ে মহাশক্তির আগমণীর বার্তা দিচ্ছেন। আর মাকে ঘিরে রয়েছেন মহিলারা। ঢাক,কাঁসর ঘন্টা বাজিয়ে বরণ করছে। লক্ষ্য,জগত সৃষ্টির মূলে ‘মা’ অর্থাৎ নারী শক্তি। সেই নারীর ক্ষমতায়নের কথাই বলা হয়েছে। যার প্রতিফলন আমরা পাই মা দুর্গার মধ্যে। তাই দুর্গা পুজো পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের একটা উৎসবের রূপান্তরিত হয়েছে। এটাই বিশ্বের সামনে তুলে ধরা।
advertisement
প্রসঙ্গত, ইউনেস্কো ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গা পুজোকে ইনট্যাননজেবল হেরিটেজের মর্যাদা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেস্কোর এই স্বীকৃতিকে স্মরণ করতে গতবারেই দুর্গা পুজোকে ঘিরে এক মাস ধরে রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করেছিলেন। কার্নিভালের মধ্যে দিয়ে যার সমাপ্তি হয়।
সূত্রের খবর, শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেদের নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক বিশেষজ্ঞ কমিটি তৈরি করে। তাঁরাই বিভিন্ন সময় ট্যাবলোর রূপরেখা দেখে বিচার বিশ্লেষণ করে নির্বাচিত করেন। এ জন্য অনেক সময়ই ট্যাবলোর রূপরেখার কিছুটা পরিবর্ধন করার সুপারিশও করা হয় বিশেষজ্ঞ কমিটির থেকে। যেমনটি এবার পশ্চিমবঙ্গের ট্যাবলোর ক্ষেত্রে হয়েছিল। প্রথমে এই ট্যাবলোর অগ্রভাগে মঙ্গলঘট বসানো হয়েছিল। বিশেষজ্ঞ কমিটি মঙ্গলঘটের বদলে কলাগাছ ও দুই মহিলা শাঁখ বাজাচ্ছেন এমন দৃশ্য রাখার প্রস্তাব দেওয়া হয়। রাজ্য সরকার তা মেনে নিয়ে নতুন করে রূপরেখা পেশ করার পরই বিশেষজ্ঞ কমিটি অনুমোদন দিয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 9:07 PM IST